দেশপ্রেম নিয়ে বলিউডে নিয়মিত ছবি নির্মাণ হয়। তারই ধারাবাহিকতায় জন আব্রাহাম নিয়ে আসছেন ‘সত্যমেব জয়তে ২’। ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সোমবার প্রকাশ্যে এসেছে ট্রেলার।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন ছবি ‘সত্যমেব জয়তে’। পরিচালক ছিলেন মিলাপ জাভেরি। তারই সিক্যুয়েল ‘সত্যমেব জয়তে ২’। এবারও মিলাপ জাভেরির পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন জন। তাঁর একটি চরিত্রের নাম আজাদ, বাকি দুই চরিত্রের নাম সত্য ও জয়। ট্রেলার দেখে বোঝা যায়, আজাদের দুই যমজ সন্তান সত্য ও জয়। দুইজনই অন্যায়ের প্রতিবাদ করে। তবে একজন কূটনীতিকে প্রাধান্য বেশি দেয়, অন্যজন শাস্তির নীতিকে। এই আদর্শের লড়াই ট্রেলারে বেশ পাওয়া গিয়েছে।
ছবিতে জন ছাড়াও অভিনয় করেছেন দিব্যা খোসলা। সীতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও রয়েছেন রাজীব পিল্লাই, অনুপ সোনি, গৌতমী কাপুর, সাহিল বৈদ্য। বিশেষ চরিত্রে অভিনয় করবেন নোরা ফতেহি।
২০২০ সালের অক্টোবর মাসে ‘সত্যমেব জয়তে ২’র শুটিং শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে শেষ হয় শুটিং। গত এপ্রিলে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বহুদিন সিনেমা হল বন্ধ ছিল। আপাতত ২৫ নভেম্বর ছবির মুক্তির তারিখ নির্ধারণ রাখা হয়েছে।
লখনউয়ে এই ছবির শুটিং করার সময় হাতে চোট পান জন আব্রাহাম। তারপর বেশ কিছুদিন শুটিং করতে পারেননি। করোনা পরিস্থিতিতে অনেকেই ওটিটিতে ছবি মুক্তির পথে হেঁটেছেন। তবে জন বারবার সিনেমা হলে ‘সত্যমেব জয়তে ২’ মুক্তির পক্ষেই ছিলেন।
দেশপ্রেম নিয়ে বলিউডে নিয়মিত ছবি নির্মাণ হয়। তারই ধারাবাহিকতায় জন আব্রাহাম নিয়ে আসছেন ‘সত্যমেব জয়তে ২’। ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সোমবার প্রকাশ্যে এসেছে ট্রেলার।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন ছবি ‘সত্যমেব জয়তে’। পরিচালক ছিলেন মিলাপ জাভেরি। তারই সিক্যুয়েল ‘সত্যমেব জয়তে ২’। এবারও মিলাপ জাভেরির পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন জন। তাঁর একটি চরিত্রের নাম আজাদ, বাকি দুই চরিত্রের নাম সত্য ও জয়। ট্রেলার দেখে বোঝা যায়, আজাদের দুই যমজ সন্তান সত্য ও জয়। দুইজনই অন্যায়ের প্রতিবাদ করে। তবে একজন কূটনীতিকে প্রাধান্য বেশি দেয়, অন্যজন শাস্তির নীতিকে। এই আদর্শের লড়াই ট্রেলারে বেশ পাওয়া গিয়েছে।
ছবিতে জন ছাড়াও অভিনয় করেছেন দিব্যা খোসলা। সীতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও রয়েছেন রাজীব পিল্লাই, অনুপ সোনি, গৌতমী কাপুর, সাহিল বৈদ্য। বিশেষ চরিত্রে অভিনয় করবেন নোরা ফতেহি।
২০২০ সালের অক্টোবর মাসে ‘সত্যমেব জয়তে ২’র শুটিং শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে শেষ হয় শুটিং। গত এপ্রিলে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বহুদিন সিনেমা হল বন্ধ ছিল। আপাতত ২৫ নভেম্বর ছবির মুক্তির তারিখ নির্ধারণ রাখা হয়েছে।
লখনউয়ে এই ছবির শুটিং করার সময় হাতে চোট পান জন আব্রাহাম। তারপর বেশ কিছুদিন শুটিং করতে পারেননি। করোনা পরিস্থিতিতে অনেকেই ওটিটিতে ছবি মুক্তির পথে হেঁটেছেন। তবে জন বারবার সিনেমা হলে ‘সত্যমেব জয়তে ২’ মুক্তির পক্ষেই ছিলেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে