Ajker Patrika

এক ছবিতে তিন চরিত্রে জন আব্রাহাম

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২১: ০১
এক ছবিতে তিন চরিত্রে জন আব্রাহাম

দেশপ্রেম নিয়ে বলিউডে নিয়মিত ছবি নির্মাণ হয়। তারই ধারাবাহিকতায় জন আব্রাহাম নিয়ে আসছেন ‘সত্যমেব জয়তে ২’। ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। নভেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সোমবার প্রকাশ্যে এসেছে ট্রেলার।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অ্যাকশন ছবি ‘সত্যমেব জয়তে’। পরিচালক ছিলেন মিলাপ জাভেরি। তারই সিক্যুয়েল ‘সত্যমেব জয়তে ২’। এবারও মিলাপ জাভেরির পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন জন। তাঁর একটি চরিত্রের নাম আজাদ, বাকি দুই চরিত্রের নাম সত্য ও জয়। ট্রেলার দেখে বোঝা যায়, আজাদের দুই যমজ সন্তান সত্য ও জয়। দুইজনই অন্যায়ের প্রতিবাদ করে। তবে একজন কূটনীতিকে প্রাধান্য বেশি দেয়, অন্যজন শাস্তির নীতিকে। এই আদর্শের লড়াই ট্রেলারে বেশ পাওয়া গিয়েছে।

জন আব্রাহামছবিতে জন ছাড়াও অভিনয় করেছেন দিব্যা খোসলা। সীতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও রয়েছেন রাজীব পিল্লাই, অনুপ সোনি, গৌতমী কাপুর, সাহিল বৈদ্য। বিশেষ চরিত্রে অভিনয় করবেন নোরা ফতেহি।

জন আব্রাহাম২০২০ সালের অক্টোবর মাসে ‘সত্যমেব জয়তে ২’র শুটিং শুরু হয়। চলতি বছরের জানুয়ারি মাসে শেষ হয় শুটিং। গত এপ্রিলে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বহুদিন সিনেমা হল বন্ধ ছিল। আপাতত ২৫ নভেম্বর ছবির মুক্তির তারিখ নির্ধারণ রাখা হয়েছে।

লখনউয়ে এই ছবির শুটিং করার সময় হাতে চোট পান জন আব্রাহাম। তারপর বেশ কিছুদিন শুটিং করতে পারেননি। করোনা পরিস্থিতিতে অনেকেই ওটিটিতে ছবি মুক্তির পথে হেঁটেছেন। তবে জন বারবার সিনেমা হলে ‘সত্যমেব জয়তে ২’ মুক্তির পক্ষেই ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত