এবার থ্রিলার ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছে বলিউড পরিচালক আর বালকি। ‘প্যাডম্যান’, ‘পা’, ‘চিনি কম’ খ্যাত পরিচালক এই প্রথম কোনও থ্রিলার ছবি তৈরি করছেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, পূজা ভাট, দুলকার সালমান, শ্রেয়া ধন্বন্তরি।
মুক্তি পেয়েছে ছবি ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ র মোশন পোস্টার। ছবির পরিচালনা করছেন আর বালকি। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার ‘চুপ’-এর মোশন পোস্টার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
পরিচালক-লেখক আর বালকি নিজেই তাঁর এই ছবির কথা ঘোষণা করেছেন। ২০২২ সালের প্রথম দিকেই পর্দায় মুক্তি পাবে এই ছবি। থ্রিলার ঘরানার ছবিতে প্রথমবার কাজ করতে পেরে উৎসাহিত পরিচালক নিজেও। চারজন প্রধান চরিত্রকে ঘিরে তৈরি হবে এই ছবি। বর্তমানে মুম্বাইতে চলছে ছবির শুটিং। কিছুদিন আগে শুটিং স্পট থেকে দুলকার এবং আর বালকির ছবি ভাইরাল হয়েছিল।
‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত শ্রেয়া ধন্বন্তরি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন। ২০১৯ সালে ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়। ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে সুচেতা দালালের চরিত্রে দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ছবিতে দুলকারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রেয়াকে।
এদিকে অনেক বছর পর পূর্ণদৈর্ঘ্য ছবিতে দেখা যাবে পূজা ভাটকে। সর্বশেষ ওটিটিতে ‘বম্বে বেগমস’ সিরিজে দেখা গিয়েছিল তাঁকে।
এবার থ্রিলার ঘরানার ছবি দর্শকদের উপহার দিতে চলেছে বলিউড পরিচালক আর বালকি। ‘প্যাডম্যান’, ‘পা’, ‘চিনি কম’ খ্যাত পরিচালক এই প্রথম কোনও থ্রিলার ছবি তৈরি করছেন। ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন সানি দেওল, পূজা ভাট, দুলকার সালমান, শ্রেয়া ধন্বন্তরি।
মুক্তি পেয়েছে ছবি ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ র মোশন পোস্টার। ছবির পরিচালনা করছেন আর বালকি। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমার ‘চুপ’-এর মোশন পোস্টার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
পরিচালক-লেখক আর বালকি নিজেই তাঁর এই ছবির কথা ঘোষণা করেছেন। ২০২২ সালের প্রথম দিকেই পর্দায় মুক্তি পাবে এই ছবি। থ্রিলার ঘরানার ছবিতে প্রথমবার কাজ করতে পেরে উৎসাহিত পরিচালক নিজেও। চারজন প্রধান চরিত্রকে ঘিরে তৈরি হবে এই ছবি। বর্তমানে মুম্বাইতে চলছে ছবির শুটিং। কিছুদিন আগে শুটিং স্পট থেকে দুলকার এবং আর বালকির ছবি ভাইরাল হয়েছিল।
‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘স্ক্যাম ১৯৯২’ খ্যাত শ্রেয়া ধন্বন্তরি ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন। ২০১৯ সালে ইমরান হাশমির বিপরীতে ‘হোয়াই চিট ইন্ডিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়। ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে সুচেতা দালালের চরিত্রে দর্শকের দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ছবিতে দুলকারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শ্রেয়াকে।
এদিকে অনেক বছর পর পূর্ণদৈর্ঘ্য ছবিতে দেখা যাবে পূজা ভাটকে। সর্বশেষ ওটিটিতে ‘বম্বে বেগমস’ সিরিজে দেখা গিয়েছিল তাঁকে।
প্রাচ্যনাটের ৩৫তম প্রযোজনা ‘পুলসিরাত’। ফিলিস্তিনি লেখক ঘাসান কানাফানির ‘মেন ইন দ্য সান’ উপন্যাস অবলম্বনে অনুবাদ করেছেন মাসুমুল আলম, নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরে হাতে কাজ না থাকায় অর্থকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন রুদ্রনীল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অর্থাভাবে নিজের বাড়ি-গাড়িও বিক্রি করতে হয়েছে তাঁকে।
৮ ঘণ্টা আগেসালমান খান নাকি রাত ৮টার আগে সেটেই আসেন না! সারা দিন শুটিং ইউনিটকে বসে থাকতে হয় সালমানের অপেক্ষায়। তিনি আসেন রাত ৮টার দিকে। এরপর গভীর রাত পর্যন্ত চলে শুটিং।
১১ ঘণ্টা আগে‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ তাঁর পছন্দের সিনেমা, আর ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’কে মনে করেন নিজের সেরা নির্মাণ। তবে যে সিনেমাটির জন্য নিজেকে নির্মাতা হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটা হলো ‘কিল বিল’।
১৩ ঘণ্টা আগে