Ajker Patrika

ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন সোনু সুদ

ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবারের পাশে দাঁড়ালেন সোনু সুদ

সমাজকল্যাণ কাজের জন্য ভারতে বেশ নামডাক রয়েছে অভিনেতা সোনু সুদের। করোনা মহামারির সময় পরিযায়ী শ্রমিকদের বাসে করে বাড়ি পাঠানো থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের লেখাপড়ার খরচের ব্যবস্থা করা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন এ অভিনেতা। সম্প্রতি ওডিশার বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে আর্তদের পাশে দাঁড়ালেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৮৮ জন। আহতের সংখ্যাও প্রায় হাজারের কাছাকাছি। এবার দুর্ঘটনায় আহতদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন সোনু সুদ। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের শিশুদের লেখাপড়ার খরচ থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের রুজিরোজগারের ব্যবস্থা করার ক্ষেত্রে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই কাজের জন্য তিনি একটি হেল্পলাইনও চালু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মোবাইল নম্বরও শেয়ার করেছেন তিনি। যেকোনো রকম সাহায্যের জন্য ওই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেন সোনু।

এর আগে দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছিলেন সোনু সুদ। কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ ঘোষণা করে দেওয়াই কি যথেষ্ট? প্রশ্ন তুলেছিলেন অভিনেতা। যদিও কারও নাম উল্লেখ না করেই এই প্রশ্ন তুলেছিলেন তিনি।

একটি ভিডিও শেয়ার করে সোনু বলেছিলেন, ‘আমরা সবাই টুইট করে দুঃখপ্রকাশ করছি, কিন্তু কিছুদিন পরেই সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ব। যাদের সঙ্গে এত বড় ঘটনা ঘটল তাদের পরিবার কি ফের উঠে দাঁড়াতে পারবে? এই সব ক্ষতিপূরণ তো কয়েক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে।’

সরকারের কাছে আরজি জানিয়ে সোনু বলেছিলেন, দুর্ঘটনাগ্রস্তদের যদি একটি নির্দিষ্ট পেনশনের আওতায় আনা যায়। প্রতি মাসে তাদের উপার্জনের বন্দোবস্ত করার অনুরোধ রাখেন এ অভিনেতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত