জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখকন্যা সুহানা। ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হিসেবে আসেন সুহানা খান। সেখানেই বাবা শাহরুখ খানকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে পারেননি সুহানা। আর এ জন্য সুহানাকে রসিকতার সুরে কটাক্ষ করতে ছাড়েননি সঞ্চালক অমিতাভ বচ্চন।
কৌন বনেগা ক্রোড়পতির শো শুরুর আগে সুহানার কাছে অমিতাভ বচ্চন জানতে চান, শাহরুখ তাঁকে কী কী শিখিয়ে-পড়িয়ে পাঠিয়েছেন?
উত্তরে সুহানা বলেন, ‘বাবা বলেছেন অমিতাভজিকে বলবে তোমাকে যেন সহজ সহজ প্রশ্ন করেন।’
এরপর সুহানার কাছে অমিতাভ জানতে চান, ‘পদ্মশ্রী’, ‘লিজিয়ন অব অনার’, ‘লিটয়েল দো’ এবং ‘ভলপি কাপ’—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ পাননি।
সুহানার চটজলদি উত্তর ছিল ‘পদ্মশ্রী’। যদিও ২০০৫ সালে শাহরুখকে ‘পদ্মশ্রী’ দেয় ভারত সরকার।
সুহানার উত্তরে শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যান। অমিতাভ বলেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’
রসিকতার সুরে কটাক্ষ করে অমিতাভ সুহানাকে বলেন, ‘দেখো, মেয়ে জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে না-পেয়েছে! তোমার বাবার কথামতো এত সহজ একটা প্রশ্ন করলাম সেটারও উত্তর দিতে পারলে না।’
এদিকে সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ‘ভলপি কাপ’।
উল্লেখ্য, প্রায় বছরখানেক ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। জোয়া আখতারের দ্য আর্চিসের সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের, বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।
জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন শাখরুখকন্যা সুহানা। ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। সুহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে অতিথি হিসেবে আসেন সুহানা খান। সেখানেই বাবা শাহরুখ খানকে নিয়ে করা প্রশ্নের উত্তর দিতে পারেননি সুহানা। আর এ জন্য সুহানাকে রসিকতার সুরে কটাক্ষ করতে ছাড়েননি সঞ্চালক অমিতাভ বচ্চন।
কৌন বনেগা ক্রোড়পতির শো শুরুর আগে সুহানার কাছে অমিতাভ বচ্চন জানতে চান, শাহরুখ তাঁকে কী কী শিখিয়ে-পড়িয়ে পাঠিয়েছেন?
উত্তরে সুহানা বলেন, ‘বাবা বলেছেন অমিতাভজিকে বলবে তোমাকে যেন সহজ সহজ প্রশ্ন করেন।’
এরপর সুহানার কাছে অমিতাভ জানতে চান, ‘পদ্মশ্রী’, ‘লিজিয়ন অব অনার’, ‘লিটয়েল দো’ এবং ‘ভলপি কাপ’—এই চারটি পুরস্কারের মধ্যে কোনটি শাহরুখ পাননি।
সুহানার চটজলদি উত্তর ছিল ‘পদ্মশ্রী’। যদিও ২০০৫ সালে শাহরুখকে ‘পদ্মশ্রী’ দেয় ভারত সরকার।
সুহানার উত্তরে শুনে উপস্থিত সবাই চুপ হয়ে যান। অমিতাভ বলেন, ‘এটা তুমি কী করে ভুল বলতে পারলে!’
রসিকতার সুরে কটাক্ষ করে অমিতাভ সুহানাকে বলেন, ‘দেখো, মেয়ে জানেই না যে বাবা কোন পুরস্কার পেয়েছে না-পেয়েছে! তোমার বাবার কথামতো এত সহজ একটা প্রশ্ন করলাম সেটারও উত্তর দিতে পারলে না।’
এদিকে সুহানা যে প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন সেটার সঠিক উত্তর হতো ‘ভলপি কাপ’।
উল্লেখ্য, প্রায় বছরখানেক ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন সুহানা। জোয়া আখতারের দ্য আর্চিসের সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের, বন্ধুত্ব গড়ায় প্রেমে। যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে