একের পরে এক সফল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে। সালমান খানের সঙ্গে বিবেকের কলহের কথা প্রায় সবারই জানা, সে কারণেই অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। ভাইজানের থেকে ফোনে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন অভিনেতা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়।
কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, তা নিয়ে খোলাখুলি কথা বললেন বাবা সুরেশ। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওর শক্তি আছে বলেই এই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে এই সময়ে সারা দিন মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির মানুষজন, এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল। আসলে খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মনে নিতে পারে না।’
সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাঁকে হুমকি দিচ্ছেন। যদিও পরে সালমানের কাছে এই নিয়েও এক অ্যাওয়ার্ড শোয়ে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময়ে কীভাবে একের পরে এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।
গত বছর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, ‘বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে।’ সর্বশেষ সিনেমা ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তাঁর কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।
একের পরে এক সফল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে। সালমান খানের সঙ্গে বিবেকের কলহের কথা প্রায় সবারই জানা, সে কারণেই অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। ভাইজানের থেকে ফোনে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন অভিনেতা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়।
কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, তা নিয়ে খোলাখুলি কথা বললেন বাবা সুরেশ। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওর শক্তি আছে বলেই এই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে এই সময়ে সারা দিন মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির মানুষজন, এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল। আসলে খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মনে নিতে পারে না।’
সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাঁকে হুমকি দিচ্ছেন। যদিও পরে সালমানের কাছে এই নিয়েও এক অ্যাওয়ার্ড শোয়ে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময়ে কীভাবে একের পরে এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।
গত বছর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, ‘বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে।’ সর্বশেষ সিনেমা ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তাঁর কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে