Ajker Patrika

ফোন করে হুমকি দিতেন সালমান, যেভাবে ‘অন্ধকার সময়’ কাটিয়ে ওঠেন বিবেক

আপডেট : ০৭ জুন ২০২৪, ১৫: ২৯
ফোন করে হুমকি দিতেন সালমান, যেভাবে ‘অন্ধকার সময়’ কাটিয়ে ওঠেন বিবেক

একের পরে এক সফল সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল অভিনেতা বিবেক ওবেরয়কে। সালমান খানের সঙ্গে বিবেকের কলহের কথা প্রায় সবারই জানা, সে কারণেই অনেকটা একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেতা। ভাইজানের থেকে ফোনে হুমকিও পেয়েছিলেন বলে অভিযোগও করেছিলেন অভিনেতা। এই বিষয়ে এ বার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা অভিনেতা সুরেশ ওবেরয়।

কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, তা নিয়ে খোলাখুলি কথা বললেন বাবা সুরেশ। বলিউড হাঙ্গামাকে তিনি বলেন, ‘ওর শক্তি আছে বলেই এই সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে এই সময়ে সারা দিন মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যম, ইন্ডাস্ট্রির মানুষজন, এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল। আসলে খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মনে নিতে পারে না।’

সালমানের সঙ্গে বিচ্ছেদের পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া রাই। এই নিয়েই সালমানের সঙ্গে সমস্যার সূত্রপাত। এক সংবাদ সম্মেলনে বিবেক জানিয়েছিলেন, সালমান ফোন করে তাঁকে হুমকি দিচ্ছেন। যদিও পরে সালমানের কাছে এই নিয়েও এক অ্যাওয়ার্ড শোয়ে ক্ষমাও চেয়েছিলেন বিবেক। সেই সময়ে কীভাবে একের পরে এক কাজ হারিয়েছিলেন, তা নিয়ে কথাও বলেছিলেন বিবেক।

সালমান ও বিবেকের সঙ্গে ঐশ্বরিয়া। ছবি: সংগৃহীতগত বছর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন, ‘বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছে।’ সর্বশেষ সিনেমা ‘শুট আউট অ্যাট লোখান্ডওয়ালা’র পরে টানা ১৪ মাস বাড়িতে বসেছিলেন বিবেক। হাতে তাঁর কোনো কাজ ছিল না। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত