নব্বইয়ের দশকে জনপ্রিয় ও ব্যবসাসফল বলিউড সিনেমার তালিকায় অন্যতম ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’। আমির খান ও জুহি চাওলার সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। তিন দশক পরে সিনেমার প্রতিটি গান, সংলাপ আজও সমান জনপ্রিয়।
সিনেমাটির ৩০ বছর পূর্তিতে ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ নিয়ে অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী নবনীত নিশান। সিনেমায় আমিরের বাগ্দত্তা মায়া চরিত্রে অভিনয় করা নবনীতের স্মৃতিচারণা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
নবনীতের ক্যারিয়ারের একদম শুরুর দিকের ছবি ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’। আমির খান ও জুহি চাওলার মতো দুই সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ তাঁর কাছে বড় পাওয়া ছিল সে সময়, তাই প্রচণ্ড নার্ভাস ছিলেন নবনীত। মহেশ ভাট পরিচালিত এই রোম্যান্টিক-কমেডিতে আমিরের হবু বউয়ের চরিত্রে দেখানো হয়েছিল নবনীতকে।
একটি দৃশ্যের শুটিংয়ের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন অভিনেত্রী। চিত্রনাট্য অনুসারে আমির ও নবনীতের বাগদান সম্পন্ন হওয়ার পর মায়া (নবনীত অভিনীত চরিত্র) রাহুলের (আমির অভিনীত চরিত্র) গালে চুমু দেবে। আমিরের গালে নবনীতের ঠোঁটের লিপস্টিকের গাঢ় দাগ পড়ে। পারফেকশনিস্ট আমির খান দৃশ্যের নিরবচ্ছিন্নতার ব্যাপারে খুব যত্নশীল। তাই পরবর্তী শটগুলোতেও যাতে নবনীতের ঠোঁটের ওই লিপস্টিকের দাগ তাজা থাকে তা নিশ্চিত করেছিলেন অভিনেতা। ফলে আমিরের গালে নবনীতকে ৭–৮ বার চুমু খেতে হয়েছিল।
নবনীতের কথায়, ‘উফ! ওই শুট সেরে বাড়ি ফিরে মনে হয়েছিল, আমি তো লটারি হাতে পেয়ে গেছি, সারা দিন শুধু আমিরকে চুমু খাওয়া!’ যদিও সিনেমায় এই দৃশ্যটির জায়গা হয়নি শেষ পর্যন্ত। এতে খানিকটা আফসোস রয়ে গেছে অভিনেত্রীর।
১৯৯৩-এর অন্যতম বক্স অফিস সফল সিনেমা ‘হাম হ্যায় রাহি প্য়ায়ার কে’। এটি ছাড়াও আমিরের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন নবনীত। যার মধ্যে অন্যতম ‘রাজা হিন্দুস্তানি’। এ ছাড়া ‘আকেলে হাম আকেলে তুম’, ‘মেলা’র মতো সিনেমায় আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নবনীত।
শেষবার পাঞ্জাবি সিনেমা ‘আরদাব মুটিয়ারা’তে পর্দায় দেখা মিলেছে অভিনেত্রীর। তিন দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও চুটিয়ে কাজ করেছেন নবনীত।
নব্বইয়ের দশকে জনপ্রিয় ও ব্যবসাসফল বলিউড সিনেমার তালিকায় অন্যতম ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’। আমির খান ও জুহি চাওলার সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। তিন দশক পরে সিনেমার প্রতিটি গান, সংলাপ আজও সমান জনপ্রিয়।
সিনেমাটির ৩০ বছর পূর্তিতে ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ নিয়ে অনেক অজানা তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী নবনীত নিশান। সিনেমায় আমিরের বাগ্দত্তা মায়া চরিত্রে অভিনয় করা নবনীতের স্মৃতিচারণা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
নবনীতের ক্যারিয়ারের একদম শুরুর দিকের ছবি ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’। আমির খান ও জুহি চাওলার মতো দুই সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ তাঁর কাছে বড় পাওয়া ছিল সে সময়, তাই প্রচণ্ড নার্ভাস ছিলেন নবনীত। মহেশ ভাট পরিচালিত এই রোম্যান্টিক-কমেডিতে আমিরের হবু বউয়ের চরিত্রে দেখানো হয়েছিল নবনীতকে।
একটি দৃশ্যের শুটিংয়ের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন অভিনেত্রী। চিত্রনাট্য অনুসারে আমির ও নবনীতের বাগদান সম্পন্ন হওয়ার পর মায়া (নবনীত অভিনীত চরিত্র) রাহুলের (আমির অভিনীত চরিত্র) গালে চুমু দেবে। আমিরের গালে নবনীতের ঠোঁটের লিপস্টিকের গাঢ় দাগ পড়ে। পারফেকশনিস্ট আমির খান দৃশ্যের নিরবচ্ছিন্নতার ব্যাপারে খুব যত্নশীল। তাই পরবর্তী শটগুলোতেও যাতে নবনীতের ঠোঁটের ওই লিপস্টিকের দাগ তাজা থাকে তা নিশ্চিত করেছিলেন অভিনেতা। ফলে আমিরের গালে নবনীতকে ৭–৮ বার চুমু খেতে হয়েছিল।
নবনীতের কথায়, ‘উফ! ওই শুট সেরে বাড়ি ফিরে মনে হয়েছিল, আমি তো লটারি হাতে পেয়ে গেছি, সারা দিন শুধু আমিরকে চুমু খাওয়া!’ যদিও সিনেমায় এই দৃশ্যটির জায়গা হয়নি শেষ পর্যন্ত। এতে খানিকটা আফসোস রয়ে গেছে অভিনেত্রীর।
১৯৯৩-এর অন্যতম বক্স অফিস সফল সিনেমা ‘হাম হ্যায় রাহি প্য়ায়ার কে’। এটি ছাড়াও আমিরের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন নবনীত। যার মধ্যে অন্যতম ‘রাজা হিন্দুস্তানি’। এ ছাড়া ‘আকেলে হাম আকেলে তুম’, ‘মেলা’র মতো সিনেমায় আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নবনীত।
শেষবার পাঞ্জাবি সিনেমা ‘আরদাব মুটিয়ারা’তে পর্দায় দেখা মিলেছে অভিনেত্রীর। তিন দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও চুটিয়ে কাজ করেছেন নবনীত।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে