Ajker Patrika

নতুন গানে হবু বর-কনেকে শুভেচ্ছা

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৫: ৫৪
নতুন গানে হবু বর-কনেকে শুভেচ্ছা

রাত পোহালেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের বাদ্যি বাজতে চলেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে শুভকামনা জানানো শুরু করেছেন রণবীর-আলিয়ার কাছের মানুষেরা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হবু তারকা দম্পতিকে বিশেষ চমক দিয়েছেন নির্মাতা অয়ন মুখার্জি। অয়নের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেট থেকে রণবীর-আলিয়ার প্রেমের শুরু। তাই এই জুটির বিয়ে নিয়ে অয়ন একটু বেশিই উচ্ছ্বসিত। উপহার হিসেবে আজ বুধবার প্রকাশ্যে আনলেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার রোম্যান্টিক গান ‘কেসারিয়া’। সঙ্গে জুড়ে দিয়েছেন দীর্ঘ ক্যাপশন। অয়ন লিখেছেন, ‘রণবীর-আলিয়া জুটিকে শুভেচ্ছা। তাঁদের নতুন পথচলা শুভ হোক। এই পৃথিবীতে আমার সব থেকে ঘনিষ্ঠ বলতে কেউ যদি থাকে, সেটা রণবীর-আলিয়া। আমার খুশির জায়গা ও নিরাপদ আশ্রয়। যাঁরা আমার জীবন রঙে ভরিয়ে দিয়েছেন। জীবনের এই নতুন অধ্যায়ের জন্য দুজনকে শুভেচ্ছা আর ভালোবাসা।’

বন্ধু অয়নের পক্ষ থেকে এমন শুভেচ্ছাবার্তা পেয়ে আবেগঘন আলিয়া ভাট। ক্যাপশনের প্রশংসা করে কান্না আর আদরের ইমোজি দিয়েছেন তিনি।

এদিকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ‘কেসারিয়া’ গান শেয়ার করে রণবীর-আলিয়াকে নতুন পথ চলার জন্য শুভকামনা জানিয়েছেন নির্মাতা-প্রযোজক করণ জোহরও। এর আগে আরেক নির্মাতা ফারাহ খান আমেরিকার বোস্টন থেকে ভিডিও কল করে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাটকে।

আগামীকাল বিয়ে রণবীর-আলিয়ারআগামীকাল ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড তারকা জুটি রণবীর-আলিয়া। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে দুই পরিবারের শেষ মুহূর্তের প্রস্তুতি।

 

রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত