গতকাল ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। পার্টিতে সবার নজর কেড়েছে শাহরুখ পরিবারের সঙ্গে সালমান খানের ফটোসেশন। সালমানের সঙ্গে ও শাহরুখের পরিবারের ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল!
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে সালমান খানকে গৌরী খান, আরিয়ান ও সুহানার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এরপর সালমানের সঙ্গে একা ছবি তুলতে দেখা যায় আরিয়ানকে। ছবি তুলা শেষে সালমানের সঙ্গে হাতও মেলান শাহরুখ পুত্র। চাচা–ভাতিজার ছবি তুলে শেষ হলে, সালমানের সঙ্গে গৌরী খান, আরিয়ান ও সুহানাকে একসঙ্গে ছবির জন্যও পোজ দিতে দেখা গেছে।
তবে অনুষ্ঠানে শাহরুখ খানকে ক্যামেরায় পোজ দিতে দেখা না গেলেও শাহরুখের ম্যানেজারের শেয়ার করা কিছু ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায়।
গতকাল শুক্রবার মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের পরিবার ও সালমান ছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন দীপিকা, রণবীর সিং, আলিয়া ভাট, আমির খান, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইফ আলি খান, কারিনা কাপুর, নীতু সিং, হেমা মালিনী, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস সহ আরোও অনেকে তারকা।
গতকাল ভারতের মুম্বাইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে জড়ো হয়েছিল গোটা বলিউড। পার্টিতে সবার নজর কেড়েছে শাহরুখ পরিবারের সঙ্গে সালমান খানের ফটোসেশন। সালমানের সঙ্গে ও শাহরুখের পরিবারের ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল!
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে সালমান খানকে গৌরী খান, আরিয়ান ও সুহানার সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এরপর সালমানের সঙ্গে একা ছবি তুলতে দেখা যায় আরিয়ানকে। ছবি তুলা শেষে সালমানের সঙ্গে হাতও মেলান শাহরুখ পুত্র। চাচা–ভাতিজার ছবি তুলে শেষ হলে, সালমানের সঙ্গে গৌরী খান, আরিয়ান ও সুহানাকে একসঙ্গে ছবির জন্যও পোজ দিতে দেখা গেছে।
তবে অনুষ্ঠানে শাহরুখ খানকে ক্যামেরায় পোজ দিতে দেখা না গেলেও শাহরুখের ম্যানেজারের শেয়ার করা কিছু ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায়।
গতকাল শুক্রবার মুম্বাইয়ের জিও গ্লোবাল সেন্টারে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের পরিবার ও সালমান ছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন দীপিকা, রণবীর সিং, আলিয়া ভাট, আমির খান, কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইফ আলি খান, কারিনা কাপুর, নীতু সিং, হেমা মালিনী, করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস সহ আরোও অনেকে তারকা।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে