সালমান খানের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল প্রায় ৯১৮ কোটি রুপি। সিনেমাটি আবার পর্দায় ফিরবে—এ কথা আগেই জানিয়েছিলেন ‘ভাইজান’। ২০২১ সালে নিজের জন্মদিনে বজরঙ্গির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন এ বিষয়ে কোনো আপডেট না পাওয়া গেলেও সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে তা নিয়ে কথা বলেছেন এর প্রযোজক কে কে রাধামোহন। জানিয়েছেন, ভাইজানের সবুজ সংকেতের অপেক্ষায় সবাই।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইভেন্টে প্রযোজক জানিয়েছেন, নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে। সেটা শিগ্গিরই সালমান খানকে শোনানো হবে। তারপর দেখা যাবে বিষয়টা কোনদিকে যায়।
প্রযোজকের কথায়, ‘চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্য তৈরি করেছেন, শিগ্গিরই তিনি সালমান ভাইকে এটি শোনাবেন। আমরা ভাইজানের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’
২০২১ সালে মুম্বাইতে আরআরআর সিনেমার প্রচার অনুষ্ঠানেও ‘বজরঙ্গি ভাইজান’--এর সিক্যুয়েল নিয়ে কথা বলেছিলেন সালমান। এস এস রাজামৌলি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘রাজামৌলি ও তাঁর বাবার সঙ্গে আমার একটি দৃঢ় সম্পর্ক রয়েছে, কারণ তিনি বজরঙ্গি ভাইজান লিখেছেন এবং শিগ্গিরই আমরা ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য আবার একসঙ্গে কাজ করব।’
যখন করণ জিজ্ঞাসা করলেন যে সালমান নিশ্চিত করছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর একটি সিক্যুয়েল আসতে চলেছে, তখন সালমান উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, তবে এখন ফোকাস করা উচিত আরআরআরের দিকে।’
এদিকে ২০২৩ সালে বলিউড হাঙ্গামা জানিয়েছিল কবির খান পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে সালমানের বিপরীতে কারিনা কাপুর নয়, অভিনয় করবেন পূজা হেগড়ে। তারা আরও দাবি করে, সিনেমাটির শিরোনাম হবে ‘পবনপুত্র ভাইজান’।
সালমান খানের ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল প্রায় ৯১৮ কোটি রুপি। সিনেমাটি আবার পর্দায় ফিরবে—এ কথা আগেই জানিয়েছিলেন ‘ভাইজান’। ২০২১ সালে নিজের জন্মদিনে বজরঙ্গির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘদিন এ বিষয়ে কোনো আপডেট না পাওয়া গেলেও সম্প্রতি একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে তা নিয়ে কথা বলেছেন এর প্রযোজক কে কে রাধামোহন। জানিয়েছেন, ভাইজানের সবুজ সংকেতের অপেক্ষায় সবাই।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইভেন্টে প্রযোজক জানিয়েছেন, নতুন সিনেমার চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে। সেটা শিগ্গিরই সালমান খানকে শোনানো হবে। তারপর দেখা যাবে বিষয়টা কোনদিকে যায়।
প্রযোজকের কথায়, ‘চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্য তৈরি করেছেন, শিগ্গিরই তিনি সালমান ভাইকে এটি শোনাবেন। আমরা ভাইজানের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’
২০২১ সালে মুম্বাইতে আরআরআর সিনেমার প্রচার অনুষ্ঠানেও ‘বজরঙ্গি ভাইজান’--এর সিক্যুয়েল নিয়ে কথা বলেছিলেন সালমান। এস এস রাজামৌলি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘রাজামৌলি ও তাঁর বাবার সঙ্গে আমার একটি দৃঢ় সম্পর্ক রয়েছে, কারণ তিনি বজরঙ্গি ভাইজান লিখেছেন এবং শিগ্গিরই আমরা ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য আবার একসঙ্গে কাজ করব।’
যখন করণ জিজ্ঞাসা করলেন যে সালমান নিশ্চিত করছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর একটি সিক্যুয়েল আসতে চলেছে, তখন সালমান উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, তবে এখন ফোকাস করা উচিত আরআরআরের দিকে।’
এদিকে ২০২৩ সালে বলিউড হাঙ্গামা জানিয়েছিল কবির খান পরিচালিত সিনেমাটির সিক্যুয়েলে সালমানের বিপরীতে কারিনা কাপুর নয়, অভিনয় করবেন পূজা হেগড়ে। তারা আরও দাবি করে, সিনেমাটির শিরোনাম হবে ‘পবনপুত্র ভাইজান’।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৬ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১৬ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১৬ ঘণ্টা আগে