অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে সবকিছুই এখন অতীত। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর ছড়ায়। পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।
এদিকে পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।
এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন।
ই-টাইমসকে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একদমই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।’
আমিন আরও বলেন, ‘পুনম গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের ফিনিক্স মিলে রোহিত ভার্মার একটা ফটোশুটের জন্য গিয়েছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। ওকে ফিট-ই মনে হচ্ছিল। উনি স্বাস্থ্য নিয়ে কখনো কোনো কথা বলেননি। আমিনের কথায়, ‘উনি সব সময় ফিট ও ভালো থাকতেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে কখনো কিছু শেয়ার করেননি বা আমিও তার অসুস্থতার কোনো লক্ষণই খুঁজে পাইনি। আমি ওর বোনের উত্তরের অপেক্ষা রয়েছি। তার পরই সত্যিটা জানতে পারব।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পুনমের দেহরক্ষী হিসেবে কাজ করছেন আমিন খান। তাঁর কথায়, পুনম শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই সচেতন ছিলেন। সম্প্রতি মদ্যপান করাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের ব্যক্তিগত ট্রেনারও ছিল। দেহরক্ষী আমিনের কথায়, সেদিন পুনমের বাড়ি গিয়েও তাঁর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর তাই পুনমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমিন।
অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে সবকিছুই এখন অতীত। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর ছড়ায়। পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।
এদিকে পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।
এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন।
ই-টাইমসকে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একদমই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।’
আমিন আরও বলেন, ‘পুনম গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের ফিনিক্স মিলে রোহিত ভার্মার একটা ফটোশুটের জন্য গিয়েছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। ওকে ফিট-ই মনে হচ্ছিল। উনি স্বাস্থ্য নিয়ে কখনো কোনো কথা বলেননি। আমিনের কথায়, ‘উনি সব সময় ফিট ও ভালো থাকতেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে কখনো কিছু শেয়ার করেননি বা আমিও তার অসুস্থতার কোনো লক্ষণই খুঁজে পাইনি। আমি ওর বোনের উত্তরের অপেক্ষা রয়েছি। তার পরই সত্যিটা জানতে পারব।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পুনমের দেহরক্ষী হিসেবে কাজ করছেন আমিন খান। তাঁর কথায়, পুনম শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই সচেতন ছিলেন। সম্প্রতি মদ্যপান করাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের ব্যক্তিগত ট্রেনারও ছিল। দেহরক্ষী আমিনের কথায়, সেদিন পুনমের বাড়ি গিয়েও তাঁর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর তাই পুনমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমিন।
সম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে জান্নাতুল সুমাইয়া হিমির ছবি ব্যবহার করে বানানো হয়েছে একটি ফটো কার্ড। অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।
১ ঘণ্টা আগেদুই পক্ষকেই শান্তিনিকেতন থানায় ডেকে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা। অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে ক্ষমা চান অরিজিৎ সিংয়ের দেহরক্ষী। এরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন কমলাকান্ত লাহা।
২ ঘণ্টা আগেগত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৬ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৬ ঘণ্টা আগে