Ajker Patrika

‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি’

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৮: ২৬
‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি’

হালের আলোচিত বলিউড জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে এখন টক অব দ্য টাউন। সবার একটাই প্রশ্ন, ‘বিয়ে করছেন কবে?’

কাপুর পরিবার এর মধ্যে সাদরে গ্রহণ করে নিয়েছে আলিয়াকে। আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে অনেক দিন থেকেই। বিশেষ করে নেটিজেনদের আলোচনা আর জল্পনার শেষ নেই। কেউ কেউ বলছেন, গোপনে বিয়েটা সেরেই নিয়েছেন এ জুটি। 

২০১৮ সাল থেকে আলোচনায় রণবীর-আলিয়ার প্রেম। চলতি বছরের এপ্রিলেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন বলে খবর ছড়িয়েছিল। ফের গুঞ্জন উঠেছে ডিসেম্বরে নাকি বিয়ে করতে চলেছেন তাঁরা। 

সম্প্রতি বাবা ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নামকিন’-এর প্রচারে এসে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে আলাপকালে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর। 

‘বিয়ে করছেন কবে?’ —এ প্রশ্নের জবাবে রণবীর বলেন, ‘আমাকে পাগলা কুকুর কামড়ায়নি যে আমি মিডিয়ায় বিয়ের তারিখ ঘোষণা করব। তবে আমার আর আলিয়ার শিগগিরই বিয়ে করার ইচ্ছা আছে। এটুকু বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।’  

শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়ারণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে রণবীরের পিসি রিমা জৈন বলেন, ‘রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। এখনো পর্যন্ত কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।’ 

এদিকে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে নতুন অধ্যায় শুরুর প্রসঙ্গ নিয়ে আলিয়া বলেন, ‘মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত