Ajker Patrika

সালমান খানকে হত্যা করবই: গ্যাংস্টার গোল্ডি ব্রার

সালমান খানকে হত্যা করবই: গ্যাংস্টার গোল্ডি ব্রার

জেল থেকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণই জানিয়েছিলেন সালমান খান তাদের রাজস্থানের মন্দিরে গিয়ে ক্ষমা চাইলে মৃত্যুর হুমকি তুলে নেবেন। তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি গ্যাংস্টার গোল্ডি ব্রার-এর দাবি, সালমানকে হত্যা করা হবেই।

সাক্ষাৎকারে গোল্ডি ব্রার জানিয়েছেন, সালমান খান তাদের হত্যা তালিকায় আছেন।

গোল্ডি ব্রার জানান, ‘আমরা সালমানকে হত্যা করব, আমরা তাকে মারবই মারব।’ তিনি আরও বলেন, ‘আমরা আগেও বলেছি, শুধু সালমান খান নন, আমরা আমাদের সব শত্রুকে এভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। সালমান খান যে বর্তমানে আমাদের টার্গেট এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমরা সফল হলে তো জানতেই পারবেন।’

গোল্ডি ব্রারই গত বছরের মে মাসে পাঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার হত্যার পেছনে ছিলেন।

গত বছরের জুন মাস থেকে সক্রিয় হয়ে উঠেছে বিষ্ণই সম্প্রদায়। সালমানকে ও তাঁর বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। চলতি বছরের মার্চ মাসে মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়। একই পথে হাঁটলেন পলাতক গ্যাংস্টার গোল্ডি ব্রার।

২০১৮ সাল থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করে আসছেন বিষ্ণই। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তার এক সহযোগীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। মাঝে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও তাঁকে হত্যার ছক কষেছিলেন লরেন্স।

নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। ১৯৯৮ সালের অক্টোবরে এই সম্প্রদায়ের মানুষ সালমান খানসহ একটি শুটিং ইউনিটের আরও কজনের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ, যা চিংকার নামেও পরিচিত, হত্যার অভিযোগে মামলা করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত