Ajker Patrika

গৃহবন্দী আলিয়া

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৪: ৩১
গৃহবন্দী আলিয়া

বলিউডের বহুল কাঙ্ক্ষিত বিয়ের মধ্যে অন্যতম রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির বিয়ে। এরই মধ্যে জানা গেছে বিয়ের তারিখ থেকে শুরু করে অতিথির তালিকা। কাজেই পাপারাজ্জিদের প্রধান লক্ষ্যবস্তু যে এখন আলিয়া, তা আর বলার অপেক্ষা রাখে না। 

বলিউড হাঙ্গামার খবরে জানা যায়, সংবাদমাধ্যম আর পাপারাজ্জিদের এড়াতে বর্তমানে একপ্রকার গৃহবন্দী আলিয়া। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ভুলেও বাড়ির বাইরে কদম রাখছেন না আলিয়া। 

এদিকে বিয়ের তারিখ নিয়ে কিছুটা ধোঁয়াশার মধ্যে আলিয়ার এক নিকটতম আত্মীয় জানান, রণবীর-আলিয়ার চার হাত এক হচ্ছে আসছে ১৪ এপ্রিল। এর আগে ১৩ এপ্রিল আয়োজন করা হয়েছে মেহেদি অনুষ্ঠানের। বিয়ের তারিখটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কাপুর কিংবা ভাট পরিবার কেউই। তবে তারিখটি কেবল নিকটতম প্রিয়জনের সঙ্গে শেয়ার করছেন তাঁরা।

পাপারাজ্জিদের এড়াতে বাড়ির বাইরে বের হচ্ছেন না আলিয়াবিয়ের অনুষ্ঠান খুব একটা আড়ম্বর থাকবে না। অন্য তারকাদের মতো বিদেশের মাটিতে কোনো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা বিলাসবহুল হোটেলে বসবে না আলিয়া-রণবীরের বিয়ের আসর। দাদা রাজ কাপুরের বাড়ি আর কে হাউসেই হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এই বাড়িতেই বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু সিংয়ের। রণবীর-আলিয়ার বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন পরিচালক অয়ন মুখার্জিসহ কাছের কয়েকজন বন্ধু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত