ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।
ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে