ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।
ক্যারিয়ারের শুরুতে অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অর্জন করেন শহীদ কাপুর। নিজের নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে সব তারকা বাবার সন্তানদেরই তারকা সন্তান পরিচয়ে কাজ পেতে হয়। তবে সম্প্রতি নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় বিষয়টি নিয়ে বড় স্বীকারোক্তি দিয়েছেন শহীদ কাপুর। জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কখনোই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দেননি তিনি।
শহীদ কাপুর জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে নিজেকে কখনো পরিচয় দিতে চাননি। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র সাড়ে তিন, মা-বা আলাদা হয়ে গিয়েছিলেন। তাই পঙ্কজ কাপুরের ছেলে হিসেবে কখনোই কাউকে পরিচয় দিইনি। আমি আসলে এ বিষয়ে কাউকে কিছু বলতেই চাইনি। আমি সিনেমার জন্য চুক্তি করার পরেই বাবাকে জানিয়েছিলাম।’
ইন্ডাস্ট্রিতে নতুনদের জায়গা পেতে বেশ বেগ পেতে হয়। আর কারও যদি ইন্ডাস্ট্রিতে পরিচিতি কেউ না থাকে তাঁর জন্য কাজ পাওয়াও বেশ কষ্টকর। তবে ইন্ডাস্ট্রির বহিরাগতদের সাহস জুগিয়েছেন শহীদ। নিজেকে বহিরাগত দাবি করে নতুনদের অনুপ্রাণিত করেছেন।
শহীদের কথায়, ‘আমিও আসলে বহিরাগত। কারণ, বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর আমি মায়ের সঙ্গে দিল্লিতে থাকতাম। সেখান থেকে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে লড়াই শুরু করি। আমারও কোনও চ্যানেল (পরিচিতি) ছিল না কিন্তু। নিজের মেধাকে প্রমাণ করেছি। আমারও তাই প্রশ্ন কেন বহিরাগতরা সুযোগ পাবেন না?’
শহীদ কাপুর মনে করেন টিকে থাকার লড়াইটা বহিরাগতদেরই করতে হয়। শহীদ কাপুর বলেন, ‘সত্যিটা হল যাঁরা চরিত্রাভিনেতা, তাঁদের আলাদা করে ইন্ডাস্ট্রিতে কোনও ক্ষমতাই নেই, ক্ষমতা শুধু তারকাদেরই আছে। সুপারস্টার, পরিচালক ও প্রযোজকদের ক্ষমতা আছে। যদি আপনি বিএমডব্লিউতে চড়ে লড়াই শুরু করেন, এরপর সফল হয়ে আরেকটা বিএমডব্লিউ কেনেন, তাহলে সেই লড়াইয়ের অর্থ কী! এখানে কেন বহিরাগতরা সুযোগ পাবে না? দেখুন ইন্ডাস্ট্রিতে বেশির ভাগই ভেতরের লোক, শুধু কিছু বাইরের লোকজন আছেন।’
উল্লেখ্য, ১৯৭৯ সালে অভিনেতা পঙ্কজকে বিয়ে করেন নীলিমা আজীম। এরপর ১৯৮১-র ২৫ ফেব্রুয়ারি জন্ম হয় তাঁদের সন্তান শহীদ কাপুরের। এর সাড়ে তিন বছর পরেই বিচ্ছেদ হয় যায় নীলিমা-পঙ্কজের।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে