Ajker Patrika

পান-মশলার বিজ্ঞাপন কেন করেন? ভক্তের প্রশ্নের জবাবে কী বললেন বিগ বি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৪
পান-মশলার বিজ্ঞাপন কেন করেন? ভক্তের প্রশ্নের জবাবে কী বললেন বিগ বি

সিনেমা শুরুর আগেই ভারী গলায় ভেসে আসে সতর্কবার্তা, ‘ধূমপান/মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। তামাক, সিগারেট, মদের দৃশ্যেও পর্দার এক কোণে এমন সতর্কবার্তা চোখে পড়ে। অথচ বলিউড শাহেনশাহ যখন পান-মশলার বিজ্ঞাপন করেন, ফলাও করে প্রচার করেন পান-মশলার গুণকীর্তন— তখন একটু অবাকই হতে হয়। এমন বিজ্ঞাপনে কাজ করা কি অমিতাভ বচ্চনকে মানায়?

সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন অমিতাভ বচ্চনের এক ভক্ত। অভিনেতার এক ফেসবুক পোস্টের তলায় ওই ভক্ত প্রশ্ন রেখেছেন, ‘আপনি কেন পান মশলার বিজ্ঞাপন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন্যদের মধ্যে কী পার্থক্য থাকল?’

এ প্রশ্ন এড়িয়ে যাননি অমিতাভ। দীর্ঘ জবাব দিয়েছেন।

অমিতাভ বচ্চনউত্তরে বলিউড শাহেনশাহ লিখেছেন, ‘প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারো ব্যবসার ভালোর জন্য তার পাশে দাঁড়ানোর আগে ভাবতে নেই কেন সঙ্গ দিচ্ছি। হ্যাঁ, তবে ব্যবসার দিক থেকে দেখলে নিজের ব্যবসাটাও দেখতে হবে। এই বিজ্ঞাপনের জন্য আমি টাকা পাচ্ছি। তবে আপনার যদি মনে হয় আমার এটা করা ঠিক হচ্ছে না, তাহলে বলি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু এ কাজ করছে।’

শুধু অমিতাভ বচ্চন নয়; অজয় দেবগন, শাহরুখ খান, রণবীর সিংয়ের মতো সুপারস্টারদেরও পান-মশলার বিজ্ঞাপনে দেখা গেছে। এর আগে ক্যানসারে আক্রান্ত এক ভক্ত অজয়কে অনুরোধ করেছিলেন, এই পণ্যের প্রচার না করতে। কিন্তু অভিনেতা কোনো প্রতিক্রিয়া দেখাননি ওই অনুরোধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত