সিনেমা শুরুর আগেই ভারী গলায় ভেসে আসে সতর্কবার্তা, ‘ধূমপান/মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। তামাক, সিগারেট, মদের দৃশ্যেও পর্দার এক কোণে এমন সতর্কবার্তা চোখে পড়ে। অথচ বলিউড শাহেনশাহ যখন পান-মশলার বিজ্ঞাপন করেন, ফলাও করে প্রচার করেন পান-মশলার গুণকীর্তন— তখন একটু অবাকই হতে হয়। এমন বিজ্ঞাপনে কাজ করা কি অমিতাভ বচ্চনকে মানায়?
সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন অমিতাভ বচ্চনের এক ভক্ত। অভিনেতার এক ফেসবুক পোস্টের তলায় ওই ভক্ত প্রশ্ন রেখেছেন, ‘আপনি কেন পান মশলার বিজ্ঞাপন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন্যদের মধ্যে কী পার্থক্য থাকল?’
এ প্রশ্ন এড়িয়ে যাননি অমিতাভ। দীর্ঘ জবাব দিয়েছেন।
উত্তরে বলিউড শাহেনশাহ লিখেছেন, ‘প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারো ব্যবসার ভালোর জন্য তার পাশে দাঁড়ানোর আগে ভাবতে নেই কেন সঙ্গ দিচ্ছি। হ্যাঁ, তবে ব্যবসার দিক থেকে দেখলে নিজের ব্যবসাটাও দেখতে হবে। এই বিজ্ঞাপনের জন্য আমি টাকা পাচ্ছি। তবে আপনার যদি মনে হয় আমার এটা করা ঠিক হচ্ছে না, তাহলে বলি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু এ কাজ করছে।’
শুধু অমিতাভ বচ্চন নয়; অজয় দেবগন, শাহরুখ খান, রণবীর সিংয়ের মতো সুপারস্টারদেরও পান-মশলার বিজ্ঞাপনে দেখা গেছে। এর আগে ক্যানসারে আক্রান্ত এক ভক্ত অজয়কে অনুরোধ করেছিলেন, এই পণ্যের প্রচার না করতে। কিন্তু অভিনেতা কোনো প্রতিক্রিয়া দেখাননি ওই অনুরোধে।
সিনেমা শুরুর আগেই ভারী গলায় ভেসে আসে সতর্কবার্তা, ‘ধূমপান/মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। তামাক, সিগারেট, মদের দৃশ্যেও পর্দার এক কোণে এমন সতর্কবার্তা চোখে পড়ে। অথচ বলিউড শাহেনশাহ যখন পান-মশলার বিজ্ঞাপন করেন, ফলাও করে প্রচার করেন পান-মশলার গুণকীর্তন— তখন একটু অবাকই হতে হয়। এমন বিজ্ঞাপনে কাজ করা কি অমিতাভ বচ্চনকে মানায়?
সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন অমিতাভ বচ্চনের এক ভক্ত। অভিনেতার এক ফেসবুক পোস্টের তলায় ওই ভক্ত প্রশ্ন রেখেছেন, ‘আপনি কেন পান মশলার বিজ্ঞাপন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন্যদের মধ্যে কী পার্থক্য থাকল?’
এ প্রশ্ন এড়িয়ে যাননি অমিতাভ। দীর্ঘ জবাব দিয়েছেন।
উত্তরে বলিউড শাহেনশাহ লিখেছেন, ‘প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারো ব্যবসার ভালোর জন্য তার পাশে দাঁড়ানোর আগে ভাবতে নেই কেন সঙ্গ দিচ্ছি। হ্যাঁ, তবে ব্যবসার দিক থেকে দেখলে নিজের ব্যবসাটাও দেখতে হবে। এই বিজ্ঞাপনের জন্য আমি টাকা পাচ্ছি। তবে আপনার যদি মনে হয় আমার এটা করা ঠিক হচ্ছে না, তাহলে বলি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু এ কাজ করছে।’
শুধু অমিতাভ বচ্চন নয়; অজয় দেবগন, শাহরুখ খান, রণবীর সিংয়ের মতো সুপারস্টারদেরও পান-মশলার বিজ্ঞাপনে দেখা গেছে। এর আগে ক্যানসারে আক্রান্ত এক ভক্ত অজয়কে অনুরোধ করেছিলেন, এই পণ্যের প্রচার না করতে। কিন্তু অভিনেতা কোনো প্রতিক্রিয়া দেখাননি ওই অনুরোধে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে