বলিউড ভাইজান সালমান খান বলিউডে পার করেছেন ক্যারিয়ারের ৩৫ বছর। তাতেই স্মৃতিকাতর হয়েছেন তিনি। গতকাল শনিবার রাতে সালমান তাঁর ইনস্টাগ্রামে ৩৫ বছরের স্মৃতি একসঙ্গে করে শেয়ার করছেন একটি ভিডিও, যা রীতিমতো ভাইরাল। সালমান ভাসছেন ভক্তদের শুভেচ্ছায়।
সালটা ১৯৮৮, মুক্তি পেল রেখার সিনেমা ‘বিবি হো তো অ্যায়সি’। তাতেই দেখা যায় রোগা–লিকলিকে একটা ছেলেকে। নায়ক হিসেবে তখনো তাকে কেউ মেনে নেয়নি। তার পরই এল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। ব্যস, বলিউডে শুরু সালমান-যুগ। সফলতা ও দর্শকপ্রিয়তায় তিনি কাটিয়ে দিয়েছেন ৩৫ বছর।
ভিডিওটি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘৩৫ দিনের মতো ৩৫টা বছর কেটে গেল। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
ভিডিওটি শুরু হয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র দৃশ্য দিয়ে। এরপর সালমানের বিখ্যাত সংলাপ আর সিনেমার দৃশ্য দেখা গেছে এতে। ভাইজানের জনপ্রিয় ‘হুক স্টেপ’ও রয়েছে বিশেষ এই ভিডিওতে। তাতেই নস্টালজিক হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
৩৫ বছরের এই ক্যারিয়ারে নানা বিতর্কের মধ্যে দিয়ে গেছেন সালমান। শাহরুখ খানের সঙ্গে তাঁর ঝামেলা, তারপর মিটমাট। আবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক। এ ছাড়া রয়েছে বেপরোয়া গাড়িতে চাপা পড়ে ফুটপাতের মানুষের মৃত্যুর মামলা, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। কিন্তু এত কিছুর পরও তিনি বলিউডের সুলতান সালমান খান, তিনিই আবার ‘টাইগার’।
উল্লেখ্য, সালমানের দর্শক এখন অপেক্ষায় আছেন ‘টাইগার ৩’-এর। সিনেমাটিতে ‘টাইগার’ সালমানকে বাঁচাতে নাকি ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। দুই তারকাকে ফের একসঙ্গে দেখতে উন্মুখ হয়ে রয়েছেন অনুরাগীরা।
বলিউড ভাইজান সালমান খান বলিউডে পার করেছেন ক্যারিয়ারের ৩৫ বছর। তাতেই স্মৃতিকাতর হয়েছেন তিনি। গতকাল শনিবার রাতে সালমান তাঁর ইনস্টাগ্রামে ৩৫ বছরের স্মৃতি একসঙ্গে করে শেয়ার করছেন একটি ভিডিও, যা রীতিমতো ভাইরাল। সালমান ভাসছেন ভক্তদের শুভেচ্ছায়।
সালটা ১৯৮৮, মুক্তি পেল রেখার সিনেমা ‘বিবি হো তো অ্যায়সি’। তাতেই দেখা যায় রোগা–লিকলিকে একটা ছেলেকে। নায়ক হিসেবে তখনো তাকে কেউ মেনে নেয়নি। তার পরই এল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। ব্যস, বলিউডে শুরু সালমান-যুগ। সফলতা ও দর্শকপ্রিয়তায় তিনি কাটিয়ে দিয়েছেন ৩৫ বছর।
ভিডিওটি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘৩৫ দিনের মতো ৩৫টা বছর কেটে গেল। এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
ভিডিওটি শুরু হয়েছে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র দৃশ্য দিয়ে। এরপর সালমানের বিখ্যাত সংলাপ আর সিনেমার দৃশ্য দেখা গেছে এতে। ভাইজানের জনপ্রিয় ‘হুক স্টেপ’ও রয়েছে বিশেষ এই ভিডিওতে। তাতেই নস্টালজিক হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা।
৩৫ বছরের এই ক্যারিয়ারে নানা বিতর্কের মধ্যে দিয়ে গেছেন সালমান। শাহরুখ খানের সঙ্গে তাঁর ঝামেলা, তারপর মিটমাট। আবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক। এ ছাড়া রয়েছে বেপরোয়া গাড়িতে চাপা পড়ে ফুটপাতের মানুষের মৃত্যুর মামলা, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। কিন্তু এত কিছুর পরও তিনি বলিউডের সুলতান সালমান খান, তিনিই আবার ‘টাইগার’।
উল্লেখ্য, সালমানের দর্শক এখন অপেক্ষায় আছেন ‘টাইগার ৩’-এর। সিনেমাটিতে ‘টাইগার’ সালমানকে বাঁচাতে নাকি ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। দুই তারকাকে ফের একসঙ্গে দেখতে উন্মুখ হয়ে রয়েছেন অনুরাগীরা।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
২১ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
২১ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
২১ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
২১ ঘণ্টা আগে