বলিউড সিনেমার চরিত্র ‘প্রেম’ নামটি শুনলে চোখের সামনে ভেসে উঠে সালমান খানের নাম। ১৯৮৯ সালে সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন সালমান। একই পরিচালকের ‘হাম আপ কে হ্যা কন’, ‘হাম সাথ সাথ হ্যা’, প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় প্রেম চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। গত বছর শোনা গিয়েছিল সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমায় আবার প্রেম হয়ে পর্দায় আসছেন সালমান। তবে বর্তমানে রোমান্টিক সিনেমায় আগ্রহী নন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খানের পরিবর্তে প্রেম চরিত্রে কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ বরজাতিয়ার। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নির্মাতার সঙ্গে কার্তিক আরিয়ানের মিটিং হয়েছে। তবে কার্তিক এখনো সুরজ বরজাতিয়াকে কোনো পাকা কথা দেননি।
‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন কার্তিক। বক্স অফিসে সফলতাও পেয়েছেন এই সিনেমা দিয়ে। কার্তিক এখন ব্যস্ত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিংয়ে। প্রেম চরিত্রে কার্তিক কতটা সফল হবেন তা সময় বলে দেবে।
মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারাঅলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
বলিউড সিনেমার চরিত্র ‘প্রেম’ নামটি শুনলে চোখের সামনে ভেসে উঠে সালমান খানের নাম। ১৯৮৯ সালে সুরজ বরজাতিয়ার ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমায় প্রথমবার প্রেম হয়ে বড়পর্দায় হাজির হয়েছিলেন সালমান। একই পরিচালকের ‘হাম আপ কে হ্যা কন’, ‘হাম সাথ সাথ হ্যা’, প্রেম রতন ধন পায়ো’ সিনেমায় প্রেম চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। গত বছর শোনা গিয়েছিল সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’ নামের নতুন সিনেমায় আবার প্রেম হয়ে পর্দায় আসছেন সালমান। তবে বর্তমানে রোমান্টিক সিনেমায় আগ্রহী নন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সালমান খানের পরিবর্তে প্রেম চরিত্রে কার্তিক আরিয়ানের কথা ভাবছেন পরিচালক সুরজ বরজাতিয়ার। অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্রের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নির্মাতার সঙ্গে কার্তিক আরিয়ানের মিটিং হয়েছে। তবে কার্তিক এখনো সুরজ বরজাতিয়াকে কোনো পাকা কথা দেননি।
‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় অক্ষয় কুমারের জায়গা দখল করেছিলেন কার্তিক। বক্স অফিসে সফলতাও পেয়েছেন এই সিনেমা দিয়ে। কার্তিক এখন ব্যস্ত ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিংয়ে। প্রেম চরিত্রে কার্তিক কতটা সফল হবেন তা সময় বলে দেবে।
মুক্তির অপেক্ষায় আছে কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমাটি। কবীর খান পরিচালিত এই স্পোর্টস ড্রামায় উঠে আসবে প্যারাঅলিম্পিকের গোল্ড মেডেল প্রাপ্ত মুরলিকান্ত পেটকরের কথা। ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে