‘বান্টি অউর বাবলি’, সুপারহিট এই ছবির সিক্যুয়েল ‘বান্টি অউর বাবলি টু’। প্রকাশ হয়েছে ছবির টিজার। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। বারো বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন সাইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা।
টিজারটি এসেছে একটু অন্য ধাচে। টিজারে দেখা যায় বান্টির চরিত্রে অভিনয় করতে হাজির সাইফ আলী খান ও বাবলির চরিত্রে অভিনয় করতে হাজির রানি মুখার্জি। সেইমতোই টেক দেওয়ার আগে শুটিং সেটে নিজেদের মধ্য়ে কথা বলছিলেন তাঁরা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তাঁরা জানান, তাঁরাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের উপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’। তাঁর কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখা করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সাইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে। অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যান সকলে।
টিজার প্রসঙ্গে ছবির বাবলি অর্থাৎ রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টিজারে যা দেখানো হয়েছে তা আসলে ছবির অংশ। ছবিটি কমেডিতে ভরপুর। প্রতিটা দৃশ্যই দর্শককে নতুনকরে হাসির খোড়াক জোগাবে।’ ছবির বান্টি সাইফ আলি খানের মতে,‘এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে লেখা হয়েছে চিত্রনাট্য।’ আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি টু’।
‘বান্টি অউর বাবলি’, সুপারহিট এই ছবির সিক্যুয়েল ‘বান্টি অউর বাবলি টু’। প্রকাশ হয়েছে ছবির টিজার। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। বারো বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন সাইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা।
টিজারটি এসেছে একটু অন্য ধাচে। টিজারে দেখা যায় বান্টির চরিত্রে অভিনয় করতে হাজির সাইফ আলী খান ও বাবলির চরিত্রে অভিনয় করতে হাজির রানি মুখার্জি। সেইমতোই টেক দেওয়ার আগে শুটিং সেটে নিজেদের মধ্য়ে কথা বলছিলেন তাঁরা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তাঁরা জানান, তাঁরাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের উপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’। তাঁর কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখা করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সাইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে। অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যান সকলে।
টিজার প্রসঙ্গে ছবির বাবলি অর্থাৎ রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টিজারে যা দেখানো হয়েছে তা আসলে ছবির অংশ। ছবিটি কমেডিতে ভরপুর। প্রতিটা দৃশ্যই দর্শককে নতুনকরে হাসির খোড়াক জোগাবে।’ ছবির বান্টি সাইফ আলি খানের মতে,‘এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে লেখা হয়েছে চিত্রনাট্য।’ আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি টু’।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে