Ajker Patrika

আবার ইমতিয়াজের সিনেমায় রণবীর

আপডেট : ২৪ মে ২০২১, ১২: ০৮
আবার ইমতিয়াজের সিনেমায় রণবীর

ঢাকা: ‘রকস্টার’ ও ‘তামাশা’ সিনেমার পর আরও একবার জুটি বাঁধছেন নির্মাতা ইমতিয়াজ আলী ও বলিউড তারকা রণবীর কাপুর। ইমতিয়াজের পরিচালনায় নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে রণবীরকে।

ইমতিয়াজ আলীর সিনেমা মানেই নতুন কিছু, যা দর্শকদের অন্যরকম অনুভূতি দেয়। যদিও পরিচালকের শেষ দুটি ছবি বক্স অফিসে তেমন ভালো চলেনি, তবু ইমতিয়াজ আলীর সিনেমা আসছে শুনলে কমবেশি উৎফুল্ল হয়ে ওঠেন সিনেমাপ্রেমীরা। তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারাও।

তামাশা সিনেমার দৃশ্যে রণবীর কাপুরকারণ পরিচালকের ঝুলিতে আছে ‘জাব উই মেট’, ‘লাভ আজকাল’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো সুপারহিট সিনেমা। ইমতিয়াজের উল্লেখযোগ্য গুণ, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় গল্প বলেন তিনি, যাতে বুঁদ হয়ে থাকেন দর্শক। শহিদ থেকে রণবীর কাপুর—অনেকেরই প্রিয় পরিচালকের তালিকায় রয়েছে ইমতিয়াজের নাম।

এবার শোনা গেল, নতুন সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুরকে প্রস্তাব দিয়েছেন ইমতিয়াজ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এই মুহূর্তে দুটি ছবির চিত্রনাট্য প্রস্তুত নির্মাতার কাছে। তার মধ্যে একটি বহুল বিতর্কিত সুরকার অমর সিং চমকিলার বায়োপিক আছে।

রণবীর কাপুরঅন্যটি আত্মহত্যা ও তা প্রতিরোধ ইত্যাদি নিয়ে সামাজিক সিনেমা। জানা গেছে, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে এই পরিচালক হাজির হয়েছিলেন রণবীর কাপুরের কাছে। গল্প দুটি শুনেছেন অভিনেতা। এর মধ্যে একটি রণবীরের খুব পছন্দ হয়েছে। গল্প শোনার পরই নাকি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন রণবীর।

রণবীর কাপুরএখন চিত্রনাট্যের শেষ দফার কাজ চলছে। জরুরি সংশোধনের পর আরও একবার তা শুনবেন রণবীর। তারপর বসবেন শুটিং শিডিউল নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তবে এটি হবে রণবীর-ইমতিয়াজ জুটির তিন নম্বর সিনেমা। এর আগে ইমতিয়াজের পরিচালনায় ‘রকস্টার’ ও ‘তামাশা’য় কাজ করেছেন রণবীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত