ঢাকা: ‘রকস্টার’ ও ‘তামাশা’ সিনেমার পর আরও একবার জুটি বাঁধছেন নির্মাতা ইমতিয়াজ আলী ও বলিউড তারকা রণবীর কাপুর। ইমতিয়াজের পরিচালনায় নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে রণবীরকে।
ইমতিয়াজ আলীর সিনেমা মানেই নতুন কিছু, যা দর্শকদের অন্যরকম অনুভূতি দেয়। যদিও পরিচালকের শেষ দুটি ছবি বক্স অফিসে তেমন ভালো চলেনি, তবু ইমতিয়াজ আলীর সিনেমা আসছে শুনলে কমবেশি উৎফুল্ল হয়ে ওঠেন সিনেমাপ্রেমীরা। তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারাও।
কারণ পরিচালকের ঝুলিতে আছে ‘জাব উই মেট’, ‘লাভ আজকাল’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো সুপারহিট সিনেমা। ইমতিয়াজের উল্লেখযোগ্য গুণ, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় গল্প বলেন তিনি, যাতে বুঁদ হয়ে থাকেন দর্শক। শহিদ থেকে রণবীর কাপুর—অনেকেরই প্রিয় পরিচালকের তালিকায় রয়েছে ইমতিয়াজের নাম।
এবার শোনা গেল, নতুন সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুরকে প্রস্তাব দিয়েছেন ইমতিয়াজ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এই মুহূর্তে দুটি ছবির চিত্রনাট্য প্রস্তুত নির্মাতার কাছে। তার মধ্যে একটি বহুল বিতর্কিত সুরকার অমর সিং চমকিলার বায়োপিক আছে।
অন্যটি আত্মহত্যা ও তা প্রতিরোধ ইত্যাদি নিয়ে সামাজিক সিনেমা। জানা গেছে, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে এই পরিচালক হাজির হয়েছিলেন রণবীর কাপুরের কাছে। গল্প দুটি শুনেছেন অভিনেতা। এর মধ্যে একটি রণবীরের খুব পছন্দ হয়েছে। গল্প শোনার পরই নাকি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন রণবীর।
এখন চিত্রনাট্যের শেষ দফার কাজ চলছে। জরুরি সংশোধনের পর আরও একবার তা শুনবেন রণবীর। তারপর বসবেন শুটিং শিডিউল নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তবে এটি হবে রণবীর-ইমতিয়াজ জুটির তিন নম্বর সিনেমা। এর আগে ইমতিয়াজের পরিচালনায় ‘রকস্টার’ ও ‘তামাশা’য় কাজ করেছেন রণবীর।
ঢাকা: ‘রকস্টার’ ও ‘তামাশা’ সিনেমার পর আরও একবার জুটি বাঁধছেন নির্মাতা ইমতিয়াজ আলী ও বলিউড তারকা রণবীর কাপুর। ইমতিয়াজের পরিচালনায় নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে রণবীরকে।
ইমতিয়াজ আলীর সিনেমা মানেই নতুন কিছু, যা দর্শকদের অন্যরকম অনুভূতি দেয়। যদিও পরিচালকের শেষ দুটি ছবি বক্স অফিসে তেমন ভালো চলেনি, তবু ইমতিয়াজ আলীর সিনেমা আসছে শুনলে কমবেশি উৎফুল্ল হয়ে ওঠেন সিনেমাপ্রেমীরা। তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারাও।
কারণ পরিচালকের ঝুলিতে আছে ‘জাব উই মেট’, ‘লাভ আজকাল’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো সুপারহিট সিনেমা। ইমতিয়াজের উল্লেখযোগ্য গুণ, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় গল্প বলেন তিনি, যাতে বুঁদ হয়ে থাকেন দর্শক। শহিদ থেকে রণবীর কাপুর—অনেকেরই প্রিয় পরিচালকের তালিকায় রয়েছে ইমতিয়াজের নাম।
এবার শোনা গেল, নতুন সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুরকে প্রস্তাব দিয়েছেন ইমতিয়াজ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এই মুহূর্তে দুটি ছবির চিত্রনাট্য প্রস্তুত নির্মাতার কাছে। তার মধ্যে একটি বহুল বিতর্কিত সুরকার অমর সিং চমকিলার বায়োপিক আছে।
অন্যটি আত্মহত্যা ও তা প্রতিরোধ ইত্যাদি নিয়ে সামাজিক সিনেমা। জানা গেছে, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে এই পরিচালক হাজির হয়েছিলেন রণবীর কাপুরের কাছে। গল্প দুটি শুনেছেন অভিনেতা। এর মধ্যে একটি রণবীরের খুব পছন্দ হয়েছে। গল্প শোনার পরই নাকি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন রণবীর।
এখন চিত্রনাট্যের শেষ দফার কাজ চলছে। জরুরি সংশোধনের পর আরও একবার তা শুনবেন রণবীর। তারপর বসবেন শুটিং শিডিউল নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তবে এটি হবে রণবীর-ইমতিয়াজ জুটির তিন নম্বর সিনেমা। এর আগে ইমতিয়াজের পরিচালনায় ‘রকস্টার’ ও ‘তামাশা’য় কাজ করেছেন রণবীর।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৪ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৫ ঘণ্টা আগে