ঢাকা: ‘রকস্টার’ ও ‘তামাশা’ সিনেমার পর আরও একবার জুটি বাঁধছেন নির্মাতা ইমতিয়াজ আলী ও বলিউড তারকা রণবীর কাপুর। ইমতিয়াজের পরিচালনায় নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে রণবীরকে।
ইমতিয়াজ আলীর সিনেমা মানেই নতুন কিছু, যা দর্শকদের অন্যরকম অনুভূতি দেয়। যদিও পরিচালকের শেষ দুটি ছবি বক্স অফিসে তেমন ভালো চলেনি, তবু ইমতিয়াজ আলীর সিনেমা আসছে শুনলে কমবেশি উৎফুল্ল হয়ে ওঠেন সিনেমাপ্রেমীরা। তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারাও।
কারণ পরিচালকের ঝুলিতে আছে ‘জাব উই মেট’, ‘লাভ আজকাল’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো সুপারহিট সিনেমা। ইমতিয়াজের উল্লেখযোগ্য গুণ, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় গল্প বলেন তিনি, যাতে বুঁদ হয়ে থাকেন দর্শক। শহিদ থেকে রণবীর কাপুর—অনেকেরই প্রিয় পরিচালকের তালিকায় রয়েছে ইমতিয়াজের নাম।
এবার শোনা গেল, নতুন সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুরকে প্রস্তাব দিয়েছেন ইমতিয়াজ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এই মুহূর্তে দুটি ছবির চিত্রনাট্য প্রস্তুত নির্মাতার কাছে। তার মধ্যে একটি বহুল বিতর্কিত সুরকার অমর সিং চমকিলার বায়োপিক আছে।
অন্যটি আত্মহত্যা ও তা প্রতিরোধ ইত্যাদি নিয়ে সামাজিক সিনেমা। জানা গেছে, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে এই পরিচালক হাজির হয়েছিলেন রণবীর কাপুরের কাছে। গল্প দুটি শুনেছেন অভিনেতা। এর মধ্যে একটি রণবীরের খুব পছন্দ হয়েছে। গল্প শোনার পরই নাকি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন রণবীর।
এখন চিত্রনাট্যের শেষ দফার কাজ চলছে। জরুরি সংশোধনের পর আরও একবার তা শুনবেন রণবীর। তারপর বসবেন শুটিং শিডিউল নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তবে এটি হবে রণবীর-ইমতিয়াজ জুটির তিন নম্বর সিনেমা। এর আগে ইমতিয়াজের পরিচালনায় ‘রকস্টার’ ও ‘তামাশা’য় কাজ করেছেন রণবীর।
ঢাকা: ‘রকস্টার’ ও ‘তামাশা’ সিনেমার পর আরও একবার জুটি বাঁধছেন নির্মাতা ইমতিয়াজ আলী ও বলিউড তারকা রণবীর কাপুর। ইমতিয়াজের পরিচালনায় নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে রণবীরকে।
ইমতিয়াজ আলীর সিনেমা মানেই নতুন কিছু, যা দর্শকদের অন্যরকম অনুভূতি দেয়। যদিও পরিচালকের শেষ দুটি ছবি বক্স অফিসে তেমন ভালো চলেনি, তবু ইমতিয়াজ আলীর সিনেমা আসছে শুনলে কমবেশি উৎফুল্ল হয়ে ওঠেন সিনেমাপ্রেমীরা। তাঁর পরিচালনায় কাজ করার জন্য মুখিয়ে থাকেন বলিউডের প্রথম সারির নায়ক-নায়িকারাও।
কারণ পরিচালকের ঝুলিতে আছে ‘জাব উই মেট’, ‘লাভ আজকাল’, ‘রকস্টার’, ‘হাইওয়ে’র মতো সুপারহিট সিনেমা। ইমতিয়াজের উল্লেখযোগ্য গুণ, সম্পূর্ণ নিজস্ব ভঙ্গিমায় গল্প বলেন তিনি, যাতে বুঁদ হয়ে থাকেন দর্শক। শহিদ থেকে রণবীর কাপুর—অনেকেরই প্রিয় পরিচালকের তালিকায় রয়েছে ইমতিয়াজের নাম।
এবার শোনা গেল, নতুন সিনেমায় অভিনয়ের জন্য রণবীর কাপুরকে প্রস্তাব দিয়েছেন ইমতিয়াজ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, এই মুহূর্তে দুটি ছবির চিত্রনাট্য প্রস্তুত নির্মাতার কাছে। তার মধ্যে একটি বহুল বিতর্কিত সুরকার অমর সিং চমকিলার বায়োপিক আছে।
অন্যটি আত্মহত্যা ও তা প্রতিরোধ ইত্যাদি নিয়ে সামাজিক সিনেমা। জানা গেছে, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে এই পরিচালক হাজির হয়েছিলেন রণবীর কাপুরের কাছে। গল্প দুটি শুনেছেন অভিনেতা। এর মধ্যে একটি রণবীরের খুব পছন্দ হয়েছে। গল্প শোনার পরই নাকি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন রণবীর।
এখন চিত্রনাট্যের শেষ দফার কাজ চলছে। জরুরি সংশোধনের পর আরও একবার তা শুনবেন রণবীর। তারপর বসবেন শুটিং শিডিউল নিয়ে। যদি সবকিছু ঠিক থাকে, তবে এটি হবে রণবীর-ইমতিয়াজ জুটির তিন নম্বর সিনেমা। এর আগে ইমতিয়াজের পরিচালনায় ‘রকস্টার’ ও ‘তামাশা’য় কাজ করেছেন রণবীর।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে