Ajker Patrika

জ্যাকুলিন আবার হলিউডে

জ্যাকুলিন আবার হলিউডে

ঢাকা: ক্রমেই দীর্ঘ হচ্ছে বলিউড থেকে হলিউডে পাড়ি দেওয়া অভিনয়শিল্পীর তালিকা। প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর সম্প্রতি হলিউড সিনেমায় মুখ দেখিয়েছেন হুমা কুরেশি। সেই পথে হাঁটছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

যদিও তাঁর হলিউডযাত্রা শুরু হয়েছে বেশ আগে। ‘ডেফিনেশন অব ফিয়ার আউট’ এ অভিনয় করেছিলেন। সেটাই ছিল তাঁর হলিউডে প্রথম। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: ইনস্টাগ্রামহলিউডে জ্যাকুলিন ফার্নান্দেজের নতুন সিনেমার খবর এসেছে। অ্যান্থলজি অর্থ্যাৎ ছোট ছোট গল্প মিলে নির্মিত সিনেমাটির নাম ‘উইমেন্স স্টোরিজ’। জ্যাকুলিন থাকছেন পুলিশ অফিসার চরিত্রে।

ছয়টি আলাদা গল্পের সিনেমাটি বানিয়েছেন ছয়জন নারী পরিচালক। অভিনয়শিল্পীরাও প্রায় সবাই নারী। জ্যাকুলিনকে যে পর্বে দেখা যাবে, সেটির নাম ‘শেয়ারিং এ রাইড’। পরিচালনা করেছেন লীনা যাদব। বিভিন্ন কর্মজীবী নারীর জীবনযাপন তুলে আনা হয়েছে এ সিনেমায়। শুটিং হয়েছে ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রে।

জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: ইনস্টাগ্রামগত অক্টোবরে এ সিনেমার শুটিং করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের মুম্বাইয়ের সিএসটি পুলিশ স্টেশন চত্বরে হয়েছে শুটিং। সিএসটি থানাতেও ছবির কিছু দৃশ্যধারণ হয়েছে। সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।

জ্যাকুলিনকে শেষবার সালমান খানের সঙ্গে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমায় দেখা গেছে। নায়কের সঙ্গে ‘দিল দে দিয়া’ গানে নেচেছেন তিনি।

দেখুন ‘রাধে’র ‘দিল দে দিয়া’:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত