Ajker Patrika

বাবা হারালেন বলিউড অভিনেতা আয়ুষ্মান

বাবা হারালেন বলিউড অভিনেতা আয়ুষ্মান

মারা গেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার বাবা ও ভারতের জনপ্রিয় জ্যোতিষী আচার্য পি খুরানা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হৃদ্‌রোগের সমস্যায় ভুগছিলেন আয়ুষ্মানের বাবা প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত পি. খুরানা। মোহালির ফোর্টিস হেলথকেয়ারে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। 

আয়ুষ্মানের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, আয়ুষ্মান ও অপশক্তি খুরানার বাবা জ্যোতিষী পি. খুরানা আজ সকাল সাড়ে ১০টায় মোহালিতে মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে দীর্ঘ দিন ধরে ভুগছিলেন তিনি। এই দুঃসময়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’ 

বাবা সম্পর্কে ২০২০ সালে হিন্দুস্তান টাইমসকে আয়ুষ্মান বলেছিলেন তিনি তাঁর বাবার শিক্ষায় বিশ্বাস করেন, যা তিনি হৃদয় দিয়ে অনুসরণ করেছিলেন। তিনি বলেন ‘আমি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করি না, তবে আমার বাবা আমার জীবন প্রশিক্ষক এবং পরামর্শদাতা ছিলেন।’ 

মুক্তির অপেক্ষায় রয়েছে আয়ুষ্মানের সিনেমা ‘ড্রিম গার্ল টু’। রাজ শান্দিল্য পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন অনন্যা পাণ্ডে। আয়ুষ্মান ও অনন্যা ছাড়াও এতে অভিনয় করছেন—আনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া, অভিষেক ব্যানার্জি প্রমুখ। আগামী ২৫ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত