বলিউডের অন্যতম সফল সেলিম-জাভেদ জুটি। তবে এই জুটিকে কখনো দেখা যায়নি পর্দায়। কিন্তু বলিউডের ইতিহাস তাঁদের ছাড়া অসম্পূর্ণ। চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে হতে যাচ্ছে তথ্যচিত্র, তা শোনা গিয়েছিল আগেই। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ফুটেজ ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণে এবার হাত মেলাচ্ছেন দুই লেখকের পরবর্তী প্রজন্ম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেলিম খানের পুত্র সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা ফারহান ও জোয়া আখতার মিলে এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন। সত্তরের দশক থেকে আশির দশকের শেষ ভাগ পর্যন্ত সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রায় ২৪টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন, যার মধ্যে ২০টিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা। তথ্যচিত্রটিতে উঠে আসবে সেসব সাফল্যের নেপথ্যের গল্প।
‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘কালা পাত্থর’সহ বহু জনপ্রিয় সিনেমার সৃষ্টি তাঁদের কলমেই। অমিতাভ বচ্চনের উত্থান ও তাঁর সুপার স্টারডমের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।
সেলিম ও জাভেদের পরিবারের সবাই তথ্যচিত্রটি তৈরিতে সর্বতোভাবে সাহায্য করছেন। এতে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা থেকে চলচ্চিত্রের ছাত্রছাত্রীরাও লাভবান হবেন বলেই নির্মাতাদের বিশ্বাস।
বলিউডের অন্যতম সফল সেলিম-জাভেদ জুটি। তবে এই জুটিকে কখনো দেখা যায়নি পর্দায়। কিন্তু বলিউডের ইতিহাস তাঁদের ছাড়া অসম্পূর্ণ। চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে হতে যাচ্ছে তথ্যচিত্র, তা শোনা গিয়েছিল আগেই। ‘অ্যাংরি ইয়ং মেন’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ফুটেজ ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণে এবার হাত মেলাচ্ছেন দুই লেখকের পরবর্তী প্রজন্ম।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেলিম খানের পুত্র সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা ফারহান ও জোয়া আখতার মিলে এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন। সত্তরের দশক থেকে আশির দশকের শেষ ভাগ পর্যন্ত সেলিম-জাভেদ জুটি হিসেবে প্রায় ২৪টি ছবির চিত্রনাট্য লিখেছিলেন, যার মধ্যে ২০টিই পেয়েছিল ব্যবসায়িক সফলতা। তথ্যচিত্রটিতে উঠে আসবে সেসব সাফল্যের নেপথ্যের গল্প।
‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘কালা পাত্থর’সহ বহু জনপ্রিয় সিনেমার সৃষ্টি তাঁদের কলমেই। অমিতাভ বচ্চনের উত্থান ও তাঁর সুপার স্টারডমের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।
সেলিম ও জাভেদের পরিবারের সবাই তথ্যচিত্রটি তৈরিতে সর্বতোভাবে সাহায্য করছেন। এতে পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতা থেকে চলচ্চিত্রের ছাত্রছাত্রীরাও লাভবান হবেন বলেই নির্মাতাদের বিশ্বাস।
গত শনিবার ছিল প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মদিন। এ উপলক্ষে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় আইয়ুব বাচ্চুকে।
৩ ঘণ্টা আগে২০২১ সালে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার পর আর পরিচালনায় পাওয়া যায়নি তৌকীর আহমেদকে। এ সময়টায় মঞ্চে নির্দেশনা দিলেও ভিজ্যুয়াল কোনো কনটেন্ট বানাননি। বিরতি কাটিয়ে আবারও পরিচালনায় ফিরেছেন তৌকীর। গতকাল থেকে বিটিভিতে শুরু হয়েছে তাঁর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ধূসর সময়’-এর প্রচার।
৩ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা স্নো হোয়াইটকে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে ‘স্নো হোয়াইট’। এতে স্নো হোয়াইট চরিত্রে র্যাচেল জেগলার আর ইভিল কুইন চরিত্রে অভিনয় করেছেন গল গাদত।
৩ ঘণ্টা আগেমির্জাপুর ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে অন্যভাবে। গত বছর ‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর ঘোষণা আসার পর থেকে এই ক্রাইম ড্রামার অপেক্ষায় দর্শকেরা। এবার সেই অপেক্ষায় নতুন মাত্রা যোগ করল দুই তারকার নাম।
৩ ঘণ্টা আগে