সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করেছেন কিয়ারা আদভানি। এ উপলক্ষে ভক্তদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সঙ্গে মজা করেন কিয়ারা।
‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মঞ্চে বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছিলেন কিয়ারা। গেট টুগেদার অনুষ্ঠানে সেই এক গানের ভিডিও চালানো হয়। গান বেজে ওঠার পর ভক্তদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে মজা করে কিয়ারা বলেন, ‘এত খারাপ গেয়েছিলাম যে তারপর আর গান গাওয়ার সাহস পাইনি। আর কোনো দিন গান গাইব না।’
তাঁর এমন বক্তব্যের পর এক ভক্ত বলেন, ‘খারাপ না, বেশ ভালোই লেগেছিল গানটা।’ এর জবাবে কিয়ারা বলেন, ‘ধন্যবাদ। আপনারা সত্যিকারের ফ্যান। কিন্তু গানটা সেদিন আমি খারাপই গেয়েছিলাম।’
কিয়ারা আরও বলেন, ‘গান গাওয়ার পর ট্রল করতে শুরু করেন সবাই। তখন আমাকে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, “তুমি সাহস করে গেয়েছ, এটাই অনেক। গ্র্যান্ড ফিনালেতে গাওয়ার সাহস কজনের থাকে?” আমার সুর চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। কিন্তু খুব মন দিয়ে গাইছিলাম বলে থামিনি। তবে গানটা খুব খারাপ গেয়েছিলাম। মানতেই হবে।’
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ‘ফাগলি’। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার। দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। মুক্তির অপেক্ষায় আছে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা দুটি।
সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করেছেন কিয়ারা আদভানি। এ উপলক্ষে ভক্তদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সঙ্গে মজা করেন কিয়ারা।
‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মঞ্চে বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছিলেন কিয়ারা। গেট টুগেদার অনুষ্ঠানে সেই এক গানের ভিডিও চালানো হয়। গান বেজে ওঠার পর ভক্তদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে মজা করে কিয়ারা বলেন, ‘এত খারাপ গেয়েছিলাম যে তারপর আর গান গাওয়ার সাহস পাইনি। আর কোনো দিন গান গাইব না।’
তাঁর এমন বক্তব্যের পর এক ভক্ত বলেন, ‘খারাপ না, বেশ ভালোই লেগেছিল গানটা।’ এর জবাবে কিয়ারা বলেন, ‘ধন্যবাদ। আপনারা সত্যিকারের ফ্যান। কিন্তু গানটা সেদিন আমি খারাপই গেয়েছিলাম।’
কিয়ারা আরও বলেন, ‘গান গাওয়ার পর ট্রল করতে শুরু করেন সবাই। তখন আমাকে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, “তুমি সাহস করে গেয়েছ, এটাই অনেক। গ্র্যান্ড ফিনালেতে গাওয়ার সাহস কজনের থাকে?” আমার সুর চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। কিন্তু খুব মন দিয়ে গাইছিলাম বলে থামিনি। তবে গানটা খুব খারাপ গেয়েছিলাম। মানতেই হবে।’
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ‘ফাগলি’। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার। দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। মুক্তির অপেক্ষায় আছে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা দুটি।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১ ঘণ্টা আগে