ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’। আজ বৃহস্পতিবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমাটি। পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই মারা যান এই অভিনেতা। মৃত্যুর পর বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রওয়াল। সম্প্রতি সিনেমাটি দেখেছেন ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর। সিনেমা দেখে বেরিয়ে এসে রণধীর ঋষি-পুত্র রণবীর কাপুরকে বলেন, ‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি।’ কারিনা-কারিশমা কাপুরের বাবা রণধীর কি তবে ভুলে গিয়েছেন যে তাঁর ভাই আর নেই?
ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে। সিনেমা দেখে বের হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে রণবীর সেই তথ্য দিলেন এক সাক্ষাৎকারে। বললেন, ‘আমার চাচার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিচ্ছে। ভুলে যাচ্ছেন সব।’
২০২১ সালে রণধীর বলেন, ‘আমার দুই ভাই চিম্পু (রাজীব কাপুর) এবং চিন্টু (ঋষি কাপুর), দুজনেই চলে গেল। শূন্যতা তৈরি করে দিয়ে গেল ওরা। আমরা তিন জন খুবই ঘনিষ্ঠ ছিলাম। চিম্পু তো আমার সঙ্গেই থাকত। আর শুাটং না থাকলে চিন্টু আমার অফিসে আসত বা ফোন করে আড্ডা মারত। আমরা একসঙ্গে থাকলে আর কাউকে দরকার পড়ত না। শুধু চিন্টু আর চিম্পুই নয়, গত আড়াই বছরে আমার মা (কৃষ্ণা কাপুর) এবং বোন (রীতু নন্দা)-কেও হারিয়েছি। জীবনটা ক্রমশ ছোট হয়ে আসছে।’
রণধীর জানান, প্রতি দিন দুই ভাইয়ের কথা মনে পড়ে তাঁর। সেই মজার দিনগুলোতে ফিরে যেতে চান তিনি। কিন্তু আক্ষেপ, আর কখনও সেই দিন ফিরবে না।
দীর্ঘ দু’বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে সেই রোগে মারা যান অভিনেতা ঋষি কাপুর।
ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’। আজ বৃহস্পতিবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমাটি। পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই মারা যান এই অভিনেতা। মৃত্যুর পর বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রওয়াল। সম্প্রতি সিনেমাটি দেখেছেন ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর। সিনেমা দেখে বেরিয়ে এসে রণধীর ঋষি-পুত্র রণবীর কাপুরকে বলেন, ‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি।’ কারিনা-কারিশমা কাপুরের বাবা রণধীর কি তবে ভুলে গিয়েছেন যে তাঁর ভাই আর নেই?
ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে। সিনেমা দেখে বের হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে রণবীর সেই তথ্য দিলেন এক সাক্ষাৎকারে। বললেন, ‘আমার চাচার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিচ্ছে। ভুলে যাচ্ছেন সব।’
২০২১ সালে রণধীর বলেন, ‘আমার দুই ভাই চিম্পু (রাজীব কাপুর) এবং চিন্টু (ঋষি কাপুর), দুজনেই চলে গেল। শূন্যতা তৈরি করে দিয়ে গেল ওরা। আমরা তিন জন খুবই ঘনিষ্ঠ ছিলাম। চিম্পু তো আমার সঙ্গেই থাকত। আর শুাটং না থাকলে চিন্টু আমার অফিসে আসত বা ফোন করে আড্ডা মারত। আমরা একসঙ্গে থাকলে আর কাউকে দরকার পড়ত না। শুধু চিন্টু আর চিম্পুই নয়, গত আড়াই বছরে আমার মা (কৃষ্ণা কাপুর) এবং বোন (রীতু নন্দা)-কেও হারিয়েছি। জীবনটা ক্রমশ ছোট হয়ে আসছে।’
রণধীর জানান, প্রতি দিন দুই ভাইয়ের কথা মনে পড়ে তাঁর। সেই মজার দিনগুলোতে ফিরে যেতে চান তিনি। কিন্তু আক্ষেপ, আর কখনও সেই দিন ফিরবে না।
দীর্ঘ দু’বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে সেই রোগে মারা যান অভিনেতা ঋষি কাপুর।
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৪ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৫ ঘণ্টা আগে