মানসিকভাবে প্রস্তুত না হয়ে সিনেমার পর্দায় ফিরতে চান না বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি পাঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা থ্রি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে আমির তাঁর ক্যারিয়ার সম্পর্কিত নানা বিষয়ে কথা বলেছেন।
আমিরকে নতুন লুকে দেখা যাওয়ায় তাকে সেখানে জিজ্ঞেস করা হয় তিনি পর্দায় ফিরছেন কি না। জবাবে আমির বলেন, ‘লুক বদলাইনি। এসব কিছুই না। আমি শুধু শেভ করছি না। চুলও কাটছি না।’
আমিরকে আরও জিজ্ঞেস করা হয় তিনি কেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি? উত্তরে আমির বলেন, ‘আজ আমাদের শুধু ‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমা নিয়ে কথা বলা উচিত। তবু আপনারা যেহেতু প্রশ্ন করছেন, সেহেতু উত্তরটা আমি দিয়েই দিই। আমি এখনো কোনো সিনেমা করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার এটাই ভালো লাগছে। আমি আবার যখন মানসিকভাবে কোনো সিনেমার জন্য প্রস্তুত হব, তখন নিশ্চয়ই কোনো সিনেমায় কাজ করব।’
‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমায় দেখা যাবে গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া, কবিতা কৌশিক, গুরপ্রীত গুগ্গি, প্রমুখকে।
মানসিকভাবে প্রস্তুত না হয়ে সিনেমার পর্দায় ফিরতে চান না বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি পাঞ্জাবি ছবি ‘ক্যারি অন জাট্টা থ্রি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়েছিলেন আমির। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে আমির তাঁর ক্যারিয়ার সম্পর্কিত নানা বিষয়ে কথা বলেছেন।
আমিরকে নতুন লুকে দেখা যাওয়ায় তাকে সেখানে জিজ্ঞেস করা হয় তিনি পর্দায় ফিরছেন কি না। জবাবে আমির বলেন, ‘লুক বদলাইনি। এসব কিছুই না। আমি শুধু শেভ করছি না। চুলও কাটছি না।’
আমিরকে আরও জিজ্ঞেস করা হয় তিনি কেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর আর কোনো নতুন সিনেমার ঘোষণা দেননি? উত্তরে আমির বলেন, ‘আজ আমাদের শুধু ‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমা নিয়ে কথা বলা উচিত। তবু আপনারা যেহেতু প্রশ্ন করছেন, সেহেতু উত্তরটা আমি দিয়েই দিই। আমি এখনো কোনো সিনেমা করার সিদ্ধান্ত নিইনি। আমি এখন শুধু পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। আমার এটাই ভালো লাগছে। আমি আবার যখন মানসিকভাবে কোনো সিনেমার জন্য প্রস্তুত হব, তখন নিশ্চয়ই কোনো সিনেমায় কাজ করব।’
‘ক্যারি অন জাট্টা থ্রি’ সিনেমায় দেখা যাবে গিপ্পি গ্রেওয়াল, সোনম বাজওয়া, কবিতা কৌশিক, গুরপ্রীত গুগ্গি, প্রমুখকে।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে