খানদের নিয়ে প্রায়ই নানা রকমের মন্তব্য করতে দেখা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। এবার টুইটারে আমিরকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন এই বলিউড অভিনেত্রী।
টুইটারে একটি ভিডিও শেয়ার করে আমিরের উদ্দেশে কঙ্গনা লেখেন, ‘বেচারা আমির খান। অনেক চেষ্টা করেছেন নিজেকে লুকিয়ে রাখার। হয়তো আমির জানেন না আমি এমন অভিনেত্রী যে তিনবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী সম্মাননা পেয়েছি।’ কঙ্গনা আরও বলেন, ‘শোভা দের সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনার তফাত রয়েছে। তাও শোভা দে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। শোভাকে ধন্যবাদ।’
যে ভিডিওটি কঙ্গনা শেয়ার করেছিলেন, সেটি ভারতীয় লেখক শোভা দের নতুন বই প্রকাশনা অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেখানেই তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, যদি শোভা দের বায়োপিক তৈরি হয়, সেই ভূমিকায় অভিনয় করবেন ভারতের কোন অভিনেত্রী? প্রশ্নের উত্তরে আমির সোজা জানান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া অথবা আলিয়া ভাট। ঠিক সেই সময় শোভা দে আমিরকে কঙ্গনা রানউতের সম্ভাবনার কথা মনে করিয়ে দেন। কঙ্গনা সম্পর্কে তখন আমির বলেন, ‘হ্যাঁ, কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানা ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন উনি। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।’
আমিরের মুখে এ কথা শুনেই চটেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার এই টুইটে অনেকে মন্তব্য করেছেন। রোহিত নামের একজন নেটিজেন লেখেন, ‘আপনি আপনার অর্জনের জন্য আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন। কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত, তবে সর্বদা এটি নিয়ে গর্বিত হওয়া উচিত নয়।’
এই মন্তব্যেরও উত্তর দিয়েছেন কঙ্গনা। কঙ্গনা লেখেন, ‘নিজের জন্য দাঁড়ানো আনন্দের। এই পুরস্কারগুলো আমাকে গোপন রাখার জন্য দেওয়া হয়নি। পদকগুলো ঢালের মতো আমার সম্মান রক্ষা করবে এবং আমার কঠোর পরিশ্রমেই আমি এগুলো অর্জন করেছি।’
খানদের নিয়ে প্রায়ই নানা রকমের মন্তব্য করতে দেখা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। এবার টুইটারে আমিরকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন এই বলিউড অভিনেত্রী।
টুইটারে একটি ভিডিও শেয়ার করে আমিরের উদ্দেশে কঙ্গনা লেখেন, ‘বেচারা আমির খান। অনেক চেষ্টা করেছেন নিজেকে লুকিয়ে রাখার। হয়তো আমির জানেন না আমি এমন অভিনেত্রী যে তিনবার জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী সম্মাননা পেয়েছি।’ কঙ্গনা আরও বলেন, ‘শোভা দের সঙ্গে আমার রাজনৈতিক চিন্তাভাবনার তফাত রয়েছে। তাও শোভা দে আমার অভিনয়ের প্রশংসা করেছেন। শোভাকে ধন্যবাদ।’
যে ভিডিওটি কঙ্গনা শেয়ার করেছিলেন, সেটি ভারতীয় লেখক শোভা দের নতুন বই প্রকাশনা অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। সেখানেই তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, যদি শোভা দের বায়োপিক তৈরি হয়, সেই ভূমিকায় অভিনয় করবেন ভারতের কোন অভিনেত্রী? প্রশ্নের উত্তরে আমির সোজা জানান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া অথবা আলিয়া ভাট। ঠিক সেই সময় শোভা দে আমিরকে কঙ্গনা রানউতের সম্ভাবনার কথা মনে করিয়ে দেন। কঙ্গনা সম্পর্কে তখন আমির বলেন, ‘হ্যাঁ, কঙ্গনা দারুণ অভিনেত্রী। নানা ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন উনি। কঙ্গনা অবশ্যই সঠিক বাছাই হবে।’
আমিরের মুখে এ কথা শুনেই চটেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনার এই টুইটে অনেকে মন্তব্য করেছেন। রোহিত নামের একজন নেটিজেন লেখেন, ‘আপনি আপনার অর্জনের জন্য আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন। কৃতিত্বের জন্য গর্বিত হওয়া উচিত, তবে সর্বদা এটি নিয়ে গর্বিত হওয়া উচিত নয়।’
এই মন্তব্যেরও উত্তর দিয়েছেন কঙ্গনা। কঙ্গনা লেখেন, ‘নিজের জন্য দাঁড়ানো আনন্দের। এই পুরস্কারগুলো আমাকে গোপন রাখার জন্য দেওয়া হয়নি। পদকগুলো ঢালের মতো আমার সম্মান রক্ষা করবে এবং আমার কঠোর পরিশ্রমেই আমি এগুলো অর্জন করেছি।’
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে