অনেক চাকরিতে উচ্চতার শর্ত জুড়ে দেওয়া থাকে। সামরিক বাহিনী থেকে এয়ার হোস্টেসে উচ্চতার শর্তে কোনো ছাড় নেই। তবে জানেন কি, বেশি লম্বা হওয়ার কারণে চাকরি পাননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তখনো তরুণ অমিতাভ অভিনয় জগতে পা রাখেননি। ‘লম্বা পা’য়ের কারণে স্বপ্ন ভেঙে গিয়েছিল তাঁর।
‘কৌন বানেগা ক্রোড়পতি’ খেলতে আসা এক প্রতিযোগী জিতেন্দ্র কুমারের সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ জানান, বিমানবাহিনীতে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। সে অনুযায়ী পরীক্ষাও দেন তিনি। কিন্তু লম্বা পায়ের কারণে বাদ পড়েন।
অমিতাভের কথায়, ‘স্কুল শেষ হওয়ার পর আমার ধারণাও ছিল না এরপর কী করব। আমি তখন পরিবারের সঙ্গে দিল্লিতে থাকতাম। আমাদের পাশেই থাকতেন একজন মেজর জেনারেল। তিনি একদিন আমার বাবাকে এসে বললেন আমাকে সেনাবাহিনীতে পাঠাতে।’
স্বপ্নভঙ্গের কথা বলে এরপর অমিতাভ আরও বলেন, ‘আমারও বিমানবাহিনীতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু তা পূরণ হয়নি। যখন সাক্ষাৎকার দিতে গেলাম, ওরা আমাকে এই বলে বাতিল করল যে, আমার পা লম্বা। বিমানবাহিনীতে অন্তত আমার কোনো জায়গা নেই।’
তবে এই ‘পা লম্বা’ মানুষটাকেই নিঃস্বার্থভাবে ভালোবাসেন কুড়ি থেকে আশি। তাঁর নাচের তালে কয়েক যুগ ধরে নেচে এসেছে কয়েক প্রজন্ম। তাঁর অ্যাকশনে উত্তেজিত হয়েছে, তাঁর রোমান্সে বুঁদ হয়েছে তারা।
কয়েক দিন আগেই ৮১ বছরে পা রেখেছেন অমিতাভ বচ্চন। আগের দিন রাত থেকেই অমিতাভের বাংলো জলসার সামনে তিল ধারণের জায়গা ছিল না। মাঝরাতেই একবার বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন। এরপর জন্মদিনের সকালেও দেখা দেন ভক্তদের। সেই সময় কারও হাতে ছিল ফুলের মালা, যা পরিয়ে দেওয়া হয় বলিউড শহেনশাহকে।
অনেক চাকরিতে উচ্চতার শর্ত জুড়ে দেওয়া থাকে। সামরিক বাহিনী থেকে এয়ার হোস্টেসে উচ্চতার শর্তে কোনো ছাড় নেই। তবে জানেন কি, বেশি লম্বা হওয়ার কারণে চাকরি পাননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তখনো তরুণ অমিতাভ অভিনয় জগতে পা রাখেননি। ‘লম্বা পা’য়ের কারণে স্বপ্ন ভেঙে গিয়েছিল তাঁর।
‘কৌন বানেগা ক্রোড়পতি’ খেলতে আসা এক প্রতিযোগী জিতেন্দ্র কুমারের সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ জানান, বিমানবাহিনীতে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। সে অনুযায়ী পরীক্ষাও দেন তিনি। কিন্তু লম্বা পায়ের কারণে বাদ পড়েন।
অমিতাভের কথায়, ‘স্কুল শেষ হওয়ার পর আমার ধারণাও ছিল না এরপর কী করব। আমি তখন পরিবারের সঙ্গে দিল্লিতে থাকতাম। আমাদের পাশেই থাকতেন একজন মেজর জেনারেল। তিনি একদিন আমার বাবাকে এসে বললেন আমাকে সেনাবাহিনীতে পাঠাতে।’
স্বপ্নভঙ্গের কথা বলে এরপর অমিতাভ আরও বলেন, ‘আমারও বিমানবাহিনীতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু তা পূরণ হয়নি। যখন সাক্ষাৎকার দিতে গেলাম, ওরা আমাকে এই বলে বাতিল করল যে, আমার পা লম্বা। বিমানবাহিনীতে অন্তত আমার কোনো জায়গা নেই।’
তবে এই ‘পা লম্বা’ মানুষটাকেই নিঃস্বার্থভাবে ভালোবাসেন কুড়ি থেকে আশি। তাঁর নাচের তালে কয়েক যুগ ধরে নেচে এসেছে কয়েক প্রজন্ম। তাঁর অ্যাকশনে উত্তেজিত হয়েছে, তাঁর রোমান্সে বুঁদ হয়েছে তারা।
কয়েক দিন আগেই ৮১ বছরে পা রেখেছেন অমিতাভ বচ্চন। আগের দিন রাত থেকেই অমিতাভের বাংলো জলসার সামনে তিল ধারণের জায়গা ছিল না। মাঝরাতেই একবার বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন। এরপর জন্মদিনের সকালেও দেখা দেন ভক্তদের। সেই সময় কারও হাতে ছিল ফুলের মালা, যা পরিয়ে দেওয়া হয় বলিউড শহেনশাহকে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২৯ মিনিট আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে