Ajker Patrika

নরওয়েতে আন্তর্জাতিক সংগীত সম্মেলনে সুমি

নরওয়েতে আন্তর্জাতিক সংগীত সম্মেলনে সুমি

আবারও আন্তর্জাতিক সংগীতবিষয়ক সম্মেলনে যোগ দিচ্ছেন চিরকুট ব্যান্ডের প্রধান, কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমি। এবার তিনি যাচ্ছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাডগারের আমন্ত্রণে। সুমি ছাড়াও এ সম্মেলনে যোগ দিতে উপস্থিত হবেন বিশ্বের নানা প্রান্তের সংগীত বিশেষজ্ঞরা।

বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক ড্যানিয়েল নরগেডের আমন্ত্রণে তাঁর এ সফর বলে জানিয়েছেন সুমি। ১০ দিনব্যাপী এ আয়োজনে সুমি তিনটি সেশনে প্রেজেন্টেশন ও বক্তব্য দেবেন এবং বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। সংগীতসংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি একজন নারী হিসেবে সংগীতযাত্রার অভিজ্ঞতা নিয়েও কথা বলবেন সুমি।

আন্তর্জাতিক সংগীত সম্মেলনে যোগ দেওয়া প্রসঙ্গে সুমি বলেন, ‘বাংলাদেশের গানের কথা পৃথিবীর মানুষকে জানানোর সৌভাগ্য হচ্ছে আমার। নিজের দেশের হয়ে বিশ্বমঞ্চে কথা বলাটা শান্তির, সম্মানের, গৌরবের।’

সুমি আরও বলেন, ‘প্রথমত শিল্পী এবং দ্বিতীয়ত নারীশিল্পী হিসেবে দীর্ঘদিন মিউজিক ইন্ডাস্ট্রিতে পথচলার অভিজ্ঞতাটাও অনেককে অনুপ্রাণিত করবে হয়তো। কথা হবে বাংলাদেশের মিউজিক, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইস্যুতে একজন শিল্পীর দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের নদীরক্স প্রজেক্ট নিয়ে।’

আগামী ৩ নভেম্বর সায়েন্টিফিক কনফারেন্সের ‘স্ট্র্যাটেজি অ্যান্ড সাসটেইনেবিলিটি ইন মিউজিক বিজনেস’ শীর্ষক সেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি নিজের প্রস্তাবনা উত্থাপন করবেন সুমি। আগামী ৭ ও ৮ নভেম্বর ‘রোল অব উইমেন ইন মিউজিক ইন্ডাস্ট্রি’ সেশনে নারী হিসেবে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজের অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি। সর্বশেষ ৯-১০ নভেম্বর ‘মিউজিক অ্যান্ড ক্লাইমেট কেয়ার’ শীর্ষক সেশনটি অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে। এ ছাড়া ইউনিভার্সিটি অব সাউথ ইস্ট নরওয়েতে ড. সুলভাই কোরামের আমন্ত্রণে নরডিক কালচারাল পয়েন্টের সদস্যদের সঙ্গে ‘নদীরক্স’ ও ‘ক্লাইমেট কেয়ার’ নিয়ে সচেতনতার জায়গা থেকে আরও একটি সেশনে কথা বলবেন সুমি।

আন্তর্জাতিক এ সম্মেলনে যোগ দিতে ৩০ অক্টেবর দেশ ছাড়বেন সুমি। নরওয়ের কনফারেন্স শেষে জলবায়ু ইস্যুতে ফিনল্যান্ডে কয়েকটি মিটিংয়ে অংশ নেবেন সুমি। ১৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত