প্রেম ও অপরাধের গল্পে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিকশন ‘মেয়ে’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘মেয়ে’র কাহিনি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা সিনেমার টিজার ও ‘ছায়ার মতো’ শিরোনামের গান প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্মটির দ্বিতীয় গান ‘আমি নিলাম করে’। গানটির কথা লিখেছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। গানটির সুর ও সংগীত মাহামুদ হায়াৎ অর্পনের, গেয়েছেন রাফি তালুকদার।
গানটির দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা ক্রিস্টিয়ানো তন্ময়, মারশিয়া শাওন ও আব্দুল্লাহ আল সেন্টুকে। চার মিনিট দৈর্ঘ্যের গানটি প্রশংসা কুড়াচ্ছে।
গানটির গীতিকার ও অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, নিজের অবসর সময়টাকে আনন্দিত করে তোলার জন্য, নিজের অনুভূতিগুলো লেখার আকারে ডায়েরির সঙ্গে কলমের বন্ধুত্ব বা ভালোবাসার বন্ধন জাগিয়ে রাখার জন্য। ‘মেয়ে’ ওয়েব ফিল্মের জন্য এরকম একটি গান প্রয়োজন পড়লে, আমি নির্মাতা সীমান্ত সজলকে আমার লেখা গানগুলো পাঠাই। আমি নিলাম করে গানটি পছন্দ হলে, মিউজিক ডিরেক্টর মাহামুদ হায়াৎ অর্পণ ভাই এর পূর্ণতা দেন।’
অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ। ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে।
প্রেম ও অপরাধের গল্পে নির্মাণ করা হয়েছে ওয়েব ফিকশন ‘মেয়ে’। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘মেয়ে’র কাহিনি। ইতিমধ্যে প্রকাশ্যে আসা সিনেমার টিজার ও ‘ছায়ার মতো’ শিরোনামের গান প্রশংসা কুড়িয়েছে। এবার প্রকাশ্যে এসেছে ওয়েব ফিল্মটির দ্বিতীয় গান ‘আমি নিলাম করে’। গানটির কথা লিখেছেন অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। গানটির সুর ও সংগীত মাহামুদ হায়াৎ অর্পনের, গেয়েছেন রাফি তালুকদার।
গানটির দৃশ্যায়নে দেখা গেছে অভিনেতা ক্রিস্টিয়ানো তন্ময়, মারশিয়া শাওন ও আব্দুল্লাহ আল সেন্টুকে। চার মিনিট দৈর্ঘ্যের গানটি প্রশংসা কুড়াচ্ছে।
গানটির গীতিকার ও অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি, নিজের অবসর সময়টাকে আনন্দিত করে তোলার জন্য, নিজের অনুভূতিগুলো লেখার আকারে ডায়েরির সঙ্গে কলমের বন্ধুত্ব বা ভালোবাসার বন্ধন জাগিয়ে রাখার জন্য। ‘মেয়ে’ ওয়েব ফিল্মের জন্য এরকম একটি গান প্রয়োজন পড়লে, আমি নির্মাতা সীমান্ত সজলকে আমার লেখা গানগুলো পাঠাই। আমি নিলাম করে গানটি পছন্দ হলে, মিউজিক ডিরেক্টর মাহামুদ হায়াৎ অর্পণ ভাই এর পূর্ণতা দেন।’
অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ। ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৭ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৭ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৭ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৮ ঘণ্টা আগে