Ajker Patrika

র‍্যাব সদর দপ্তরে ৫ ঘণ্টা জেরার পর বাসায় ফিরলেন ইমন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
র‍্যাব সদর দপ্তরে ৫ ঘণ্টা জেরার পর বাসায় ফিরলেন ইমন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির কথোপকথন ফাঁসের ঘটনায় র‍্যাবের জিজ্ঞাসাবাদ শেষে বাসায় ফিরেছেন চিত্রনায়ক ইমন। পাঁচ ঘণ্টা পর তিনি র‍্যাব সদর দপ্তর থেকে বাসায় ফেরেন। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইমনের বাসায় ফেরার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার মঈন। 

খন্দকার মঈন জানান, ফোনালাপ ফাঁসের ঘটনার বিষয়ে জানতে র‍্যাবের সদর দপ্তরে চিত্রনায়ক ইমনকে ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে রাত সোয়া ১১টার দিকে তিনি বাসায় ফিরে গেছেন। 

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজতে ১০ মিনিট আগে ইমনকে র‍্যাব সদর দপ্তরে ডাকার বিষয়টি এসএমএস করে জানিয়েছিল র‍্যাব। একদিন আগে একই বিষয়ে জানতে এ চিত্রনায়ককে ডেকেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ইমনের কাছে ফাঁস হওয়া ফোনালাপটির বিষয়ে বিস্তারিত জানতে চান। নায়ক ইমন এ বিষয়ে নানা ধরনের কথা জানিয়েছেন। গোয়েন্দা কার্যালয়ে ইমনকে দুই ঘণ্টারও বেশি সময় জেরা করা হয়। 

ফোনালাপ ও নারীর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের অডিও-ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবারের মধ্যে মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১২টায় নিজের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিনকে পদত্যাগপত্র ই-মেইল করেন তিনি। এরপর সেটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে প্রতিমন্ত্রী হিসেবে মুরাদের নিয়োগের অবসান করে রাতে প্রজ্ঞাপন জারি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত