Ajker Patrika

মঞ্চে ফিরছে ‘আমার আমি’

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১২: ৪২
মঞ্চে ফিরছে ‘আমার আমি’

দীপ্তা রক্ষিতের একক অভিনয়ে প্রশংসিত নাটক ‘আমার আমি’। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। নন্দীমুখ নাট্যদলের প্রশংসিত নাটকটি ফের মঞ্চে উঠছে। ৫ জুলাই সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে নাটকটি।

নির্দেশক অসীম দাশ জানান, ইতিহাসের চরিত্রকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটকটির কাহিনি। বাংলা রঙ্গালয়ের প্রবাদপ্রতিম অভিনেত্রী বিনোদিনী দাসীর আত্মজীবনীই সাজানো হয়েছে নাটকটি।

আঠারো শ শতকের শেষ ভাগ। সেই যুগে নারীদের আলাদা কোনো অস্তিত্ব স্বীকার করত না পরিবার, সমাজ, এমনকি দেশের শাসককুলও। সে সময় দাঁড়িয়ে নিজের অভিনয় প্রতিভার জোরে বিনোদিনী দাসী নিজেকে সসম্মানে প্রতিষ্ঠিত করেছিলেন। ১৮৭৪ থেকে টানা এক যুগ তিনি অভিনয় করেছিলেন । ১৮৮৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি তিনি শেষবার অভিনয় করেন। এর আগে পর্যন্ত ৫০টি নাটকে তিনি ৬০টিরও বেশি চরিত্রে অভিনয় করেন।

খ্যাতি ও ক্ষমতার চূড়ান্ত লগ্নে ১৮৮৭ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি রঙ্গালয়ে তাঁর অভিনয়জীবনের ইতি টানেন।

কিন্তু প্রশ্ন হলো, কেন তিনি অভিনয় ছেড়ে দিলেন? কী এমন ঘটনা ঘটেছিল? শ্রীমতী বিনোদিনী দাসী তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার খাতা’, ‘আমার কথা’ ও ‘আমার অভিনেত্রী জীবন’-এ তাঁর মনের যন্ত্রণার কথা তুলে ধরেন। সেই যন্ত্রণারই এক প্রামাণ্যচিত্র ‘আমার আমি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত