Ajker Patrika

মাম্মি’স ফান টুগেদারে অতিথি আলভী-নাদিয়া

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৫: ৪৭
মাম্মি’স ফান টুগেদারে অতিথি আলভী-নাদিয়া

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা যাহের আলভী ও সালহা খানম নাদিয়া। নাটকে দুজনেই দর্শকপ্রিয়তা নিয়ে কাজ করছেন নিয়মিতই। রোমান্টিক, পারিবারিক ও নানামাত্রিক গল্পে দেখা মেলে তাঁদের। তবে দুজন এবার এক হলেন ব্যতিক্রমী এক উদ্যোগে। তিন শতাধিক মা মিলে আয়োজন করছেন একটি গেট টুগেদারের। সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলভী ও নাদিয়া।

মা হওয়ার যাত্রাটা একদমই সহজ নয়। হাসি, কান্না, কষ্ট ও নতুন নতুন অভিজ্ঞতা নিয়েই পথ চলতে হয় একজন সন্তানসম্ভবা মায়ের। পরে সন্তান লালন-পালনেও মায়েদের পার করতে হয় অনেক সংগ্রামী সময়। এই পথচলার প্রতিটি মুহূর্তকে ভাগাভাগি করে নিতে ফেসবুকে রয়েছে মাম্মি’স ফান টুগেদার নামে গ্রুপ। ৭০ হাজার নারী সদস্য নিয়ে গড়ে উঠেছে গ্রুপটি। এই গ্রুপ মাতৃত্বকে লালন করা, উপভোগ করার, অভিজ্ঞতা অর্জন করার সুযোগ করে দিয়েছে। পোস্টপার্টাম ডিপ্রেশন কী সেটা জানার জায়গা, সন্তান নিয়ে কীভাবে উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়ানো যায় সেটা শেখার জায়গা। সর্বোপরি মা হয়েও নানা সংকট পেরিয়ে জীবন কীভাবে উপভোগ করা যায়, সেটা অনুধাবনের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই গ্রুপ।

এখান থেকে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় মাম্মি’স ফান টুগেদারে ‘গ্র্যান্ড গেট টুগেদার ২০২৩’। এখানে তিন শতাধিক মা তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে মাতৃত্বকে উদ্‌যাপন করেছেন। গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন আফরা ইবনাত ইকরা। তাঁর সঙ্গে আছেন আরও চারজন অ্যাডমিন নুসরাত জাহান তৃষা, আজরিন হোসাইন, প্রিয়তী রিয়া, রিয়া রিও। এই পাঁচজন নিজেরাও মা। সেই সঙ্গে নারী উদ্যোক্তা। প্রত্যেকেই নিজের ক্যারিয়ারের পাশাপাশি সন্তান-পরিবার সামলে এই গ্রুপটাকেও গড়ে তুলেছেন একটা পরিবারের মতো। তারাই আয়োজন করেছেন গেট টুগেদারটির। এখানে সারা দেশ থেকে মায়েরা এসেছেন অংশগ্রহণ করতে।

এই আয়োজনে অতিথি হয়ে আনন্দিত যাহের আলভী। তিনি বলেন, ‘মা ও মাতৃত্ব সব সময়ই আবেগী একটা অনুভূতির। এত এত মা, যাঁরা কর্মক্ষেত্রেও সফল, তাঁদের এই আয়োজনে থাকতে পেরে আমি সত্যি আনন্দিত। মায়েদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তের চেয়ে সুন্দর আর কী হতে পারে। জগতের সব মা ভালো থাকুক।’

সালহা খানম নাদিয়া বলেন, ‘অনেকেই মনে করেন মা হয়ে যাওয়া মানেই জীবন শুধু সন্তানকেন্দ্রিক। কিন্তু জীবনের এই নতুন অধ্যায় নিয়ে প্রতিটি মুহূর্তকে যে উপভোগ করা যায়, সেটা এই গ্রুপের সদস্যরা দেখাচ্ছেন। সত্যিই অনুপ্রাণিত হওয়ার মতো ব্যাপার। আমি এখানে আমন্ত্রিত হয়ে সম্মানিত বোধ করছি।’

গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন আফরা ইবনাত ইকরা বলেন, ‘প্রত্যেক মাকে মাতৃত্বকালীন ও পরবর্তী সন্তান লালন-পালনের ক্ষেত্রে সব রকম সংকট কাটিয়ে জীবনকে প্রাণবন্ত করে তোলার অনুপ্রেরণা জোগাতেই আমাদের গেট টুগেদারের মূল উদ্দেশ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত