নিজের ফ্ল্যাট পড়েছিল কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিমের মরদেহ। মাত্র ৩৯ বছর বয়সী এই অভিনেতা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তাঁর মরদেহ উদ্ধার হয়। এটি আত্মহত্যা না খুন এ বিষয়ে এখনো পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
তবে, সং জে রিমের মৃতদেহের পাশে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কিন্তু যেই অভিনেতা পুরোদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন, তিনি কেন আচমকা আত্মহত্যা করবেন! এই প্রশ্নের উত্তরে তদন্ত করছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সং জে রিমের দেহ কে প্রথম দেখতে পান, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যুর খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের ভেতরে ওই তারকার মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রথমেই জায়গাটি সিল করে দেওয়া হয়। তারপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। তাঁর অভিনয় সফর শুরু হয় ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা।
২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাঁকে দেখা যায় খুনির ভূমিকায়।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন উ’ সিরিজে নজর কাড়েন জে রিম। এখনো তাঁর দুটি নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
নিজের ফ্ল্যাট পড়েছিল কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিমের মরদেহ। মাত্র ৩৯ বছর বয়সী এই অভিনেতা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তাঁর মরদেহ উদ্ধার হয়। এটি আত্মহত্যা না খুন এ বিষয়ে এখনো পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
তবে, সং জে রিমের মৃতদেহের পাশে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কিন্তু যেই অভিনেতা পুরোদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন, তিনি কেন আচমকা আত্মহত্যা করবেন! এই প্রশ্নের উত্তরে তদন্ত করছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সং জে রিমের দেহ কে প্রথম দেখতে পান, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যুর খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের ভেতরে ওই তারকার মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। প্রথমেই জায়গাটি সিল করে দেওয়া হয়। তারপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। তাঁর অভিনয় সফর শুরু হয় ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা।
২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাঁকে দেখা যায় খুনির ভূমিকায়।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন উ’ সিরিজে নজর কাড়েন জে রিম। এখনো তাঁর দুটি নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে২০১৭ সালে অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। এমন খবরে সিনেমাপ্রেমীদের হৃদয় ভেঙে গিয়েছিল। আট বছর বিরতির পর আবার পর্দায় ফিরছেন ড্যানিয়েল। দেখা যাবে ‘আনেমোনি’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন ড্যানিয়েলের ছেলে রোনান ডে-লুইস।
২ ঘণ্টা আগেশুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
১২ ঘণ্টা আগে