কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চিত্রনাট্য, পুরস্কার ও তাঁর সিনেমাসংশ্লিষ্ট সবকিছু চলে গেল শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। এখন থেকে মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করবে বিশ্ববিদ্যালয়টি।
আজ শুক্রবার সকালে ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন তাঁর ছেলে কুণাল সেন। দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন তিনি।
কুণাল সেনের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে- এতদিন চলচ্চিত্র শিল্পে মৃণাল সেনের যা অবদান ছিল, তার নথিপত্রের প্রায় কিছুই অবশিষ্ট নেই।
কুণালের কথায়, ‘স্মৃতিচারণ করার প্রতি অভক্তি অথবা নিছক আলস্য থেকে কোনো লেখালেখি যত্ন করে রাখেননি বাবা। এখন আমি জিনিসপত্র জড়ো করতে গিয়ে দেখলাম, কেবল তিনটি বাক্স ভর্তি হয়েছে। কিন্তু তাঁর ঘটনাবহুল জীবনের সাক্ষ্য কেবল তিনটি বাক্সে ভরে গেল, এটা ভাবতেই অবাক লাগছে! আর কিছু নেই!’
কয়েকটি ছবি ও পুরস্কার উদ্ধার করতে পেরেছেন কুণাল সেন। এছাড়া ছেলের সঙ্গে যেসব চিঠি আদানপ্রদান হয়েছে, সেগুলো পাওয়া গেছে।
এর আগে কুণাল সেনের কাছ থেকে জানা গিয়েছিল, মৃণাল সেন তাঁর জীবদ্দশায় সমস্ত চিঠি, চিত্রনাট্য, পাণ্ডুলিপি পুরসভার ময়লার গাড়িতে তুলে দিয়েছিলেন। সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি।
মাসখানেক আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃণাল সেনের শেষ স্মৃতি সংরক্ষণের প্রস্তাব আসে কুণাল সেনের কাছে। এতে খুবই খুশি হয়েছেন বলে লিখেছেন তিনি। কুণালের কথায়, ‘আমি তাদের বিশেষ সংরক্ষণাগারটি দেখেছি। তাদের দীর্ঘ ঐতিহ্য সম্পর্কে জানি। আমি বিশ্বাস করি, তারা মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করতে পারবে।’
কুণাল সেনের ফেসবুক পোস্ট:
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চিত্রনাট্য, পুরস্কার ও তাঁর সিনেমাসংশ্লিষ্ট সবকিছু চলে গেল শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে। এখন থেকে মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করবে বিশ্ববিদ্যালয়টি।
আজ শুক্রবার সকালে ফেসবুক পোস্টে এ খবর জানিয়েছেন তাঁর ছেলে কুণাল সেন। দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন তিনি।
কুণাল সেনের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে- এতদিন চলচ্চিত্র শিল্পে মৃণাল সেনের যা অবদান ছিল, তার নথিপত্রের প্রায় কিছুই অবশিষ্ট নেই।
কুণালের কথায়, ‘স্মৃতিচারণ করার প্রতি অভক্তি অথবা নিছক আলস্য থেকে কোনো লেখালেখি যত্ন করে রাখেননি বাবা। এখন আমি জিনিসপত্র জড়ো করতে গিয়ে দেখলাম, কেবল তিনটি বাক্স ভর্তি হয়েছে। কিন্তু তাঁর ঘটনাবহুল জীবনের সাক্ষ্য কেবল তিনটি বাক্সে ভরে গেল, এটা ভাবতেই অবাক লাগছে! আর কিছু নেই!’
কয়েকটি ছবি ও পুরস্কার উদ্ধার করতে পেরেছেন কুণাল সেন। এছাড়া ছেলের সঙ্গে যেসব চিঠি আদানপ্রদান হয়েছে, সেগুলো পাওয়া গেছে।
এর আগে কুণাল সেনের কাছ থেকে জানা গিয়েছিল, মৃণাল সেন তাঁর জীবদ্দশায় সমস্ত চিঠি, চিত্রনাট্য, পাণ্ডুলিপি পুরসভার ময়লার গাড়িতে তুলে দিয়েছিলেন। সেগুলো আর খুঁজে পাওয়া যায়নি।
মাসখানেক আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃণাল সেনের শেষ স্মৃতি সংরক্ষণের প্রস্তাব আসে কুণাল সেনের কাছে। এতে খুবই খুশি হয়েছেন বলে লিখেছেন তিনি। কুণালের কথায়, ‘আমি তাদের বিশেষ সংরক্ষণাগারটি দেখেছি। তাদের দীর্ঘ ঐতিহ্য সম্পর্কে জানি। আমি বিশ্বাস করি, তারা মৃণাল সেনের স্মৃতি সংরক্ষণ করতে পারবে।’
কুণাল সেনের ফেসবুক পোস্ট:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে