বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ ২৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সওদা’র বিশেষ প্রদর্শনী। চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় হবে এই প্রদর্শনী। চিলেকোঠা প্রোডাকশনের প্রযোজনা এবং ফকির বিপ্লবের পরিচালনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে লেখক বাপ্পী খানের একটি ছোট গল্প অবলম্বনে। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এই প্রদর্শনীতে।
পরিচালক ফকির বিপ্লব বলেন, ‘দর্শকদের কাছে ভিন্ন স্বাদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপস্থাপন করতে আমরা “সওদা” নির্মাণ করেছি। এতে মানুষের জীবনের অন্ধকার কয়েকটি দিক ফুটে উঠেছে রূপকভাবে, অতিপ্রাকৃত এবং জাদু-পরাবাস্তবতার কিছু প্রেক্ষাপটের আদলে। ভবিষ্যতেও আমি এবং চিলেকোঠা প্রোডাকশন এমন ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কাজে সম্পৃক্ত থাকার ব্যাপারে আশাবাদী।
‘সওদা’য় অভিনয় করেছেন শাহেদ আলী, শানারেই দেবী শানু, ফকির বিপ্লব, সাগর বড়ুয়া, রৌদ্র কানন ও এরশাদ আলী। সহযোগী পরিচালক রাজন রায় চৌধুরী। চিত্র ধারণ করেছেন কামরুজ্জামান তুমন ও প্রধান সহকারী পরিচালক দ্বীন ইসলাম সম্রাট। চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন প্রিন্স সজল, সংগীত ও শব্দবিন্যাস করেছেন বাপ্পী খান।
উল্লেখ্য, ইতিমধ্যে কলকাতা রামধনু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ (KRIFF-2024)-এ প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে ‘সওদা’। এ ছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাম্প্রতিক সময়ে ছবিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশেষ এই প্রদর্শনী অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে ‘এক্টোম্যানিয়া’। অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে রয়েছেন তালহা জুবায়ের।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ ২৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সওদা’র বিশেষ প্রদর্শনী। চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় হবে এই প্রদর্শনী। চিলেকোঠা প্রোডাকশনের প্রযোজনা এবং ফকির বিপ্লবের পরিচালনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে লেখক বাপ্পী খানের একটি ছোট গল্প অবলম্বনে। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এই প্রদর্শনীতে।
পরিচালক ফকির বিপ্লব বলেন, ‘দর্শকদের কাছে ভিন্ন স্বাদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপস্থাপন করতে আমরা “সওদা” নির্মাণ করেছি। এতে মানুষের জীবনের অন্ধকার কয়েকটি দিক ফুটে উঠেছে রূপকভাবে, অতিপ্রাকৃত এবং জাদু-পরাবাস্তবতার কিছু প্রেক্ষাপটের আদলে। ভবিষ্যতেও আমি এবং চিলেকোঠা প্রোডাকশন এমন ভিন্নধর্মী চলচ্চিত্র নির্মাণের কাজে সম্পৃক্ত থাকার ব্যাপারে আশাবাদী।
‘সওদা’য় অভিনয় করেছেন শাহেদ আলী, শানারেই দেবী শানু, ফকির বিপ্লব, সাগর বড়ুয়া, রৌদ্র কানন ও এরশাদ আলী। সহযোগী পরিচালক রাজন রায় চৌধুরী। চিত্র ধারণ করেছেন কামরুজ্জামান তুমন ও প্রধান সহকারী পরিচালক দ্বীন ইসলাম সম্রাট। চলচ্চিত্রটির সম্পাদনা করেছেন প্রিন্স সজল, সংগীত ও শব্দবিন্যাস করেছেন বাপ্পী খান।
উল্লেখ্য, ইতিমধ্যে কলকাতা রামধনু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ (KRIFF-2024)-এ প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে ‘সওদা’। এ ছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাম্প্রতিক সময়ে ছবিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশেষ এই প্রদর্শনী অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে ‘এক্টোম্যানিয়া’। অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে রয়েছেন তালহা জুবায়ের।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
২ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
২ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে