বিনোদন ডেস্ক
টেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে আবারও স্থবির হয়ে পড়েছে টালিউড। গত বছরের জুলাই থেকে চলছে দুই পক্ষের এই ইঁদুর-বিড়াল দৌড় খেলা। একবার ফেডারেশন কর্মবিরতির ডাক দিচ্ছে, আরেকবার পরিচালকেরা। সবশেষ গতকাল শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছেন পরিচালকেরা। হচ্ছে না কোনো শুটিং।
নতুন বছরের শুরুতেই আটকে যায় কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমার শুটিং। অজানা কারণে আটকে আছে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজের কাজও। দুটি কাজের নেপথ্যে ফেডারেশন রয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই গত সপ্তাহে ছোট পর্দার পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ করে দেয় ফেডারেশন। এ অবস্থায় শ্রীজিতের পাশে দাঁড়িয়েছেন পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। কেন টেকনিশিয়ানরা কাজ বন্ধ করেছেন তার কোনো স্পষ্ট জবাব জানা নেই কারও। যেমন ছিল না কৌশিক গাঙ্গুলি ও জয়দীপের বেলায়। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন বলেন, ‘আমরা কেউ কারণটাই জানতে পারছি না। কার সঙ্গে কী নিয়ে কথা বলব, সেটাও বুঝতে পারছি না।’
পরিচালকদের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। কৌশিক গাঙ্গুলি, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়ের শুটিংয়ের কাজ কেন বন্ধ করা হয়েছে, তা জানতে একাধিকবার ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন পরিচালকেরা। কিন্তু ফেডারেশন সেই আহ্বান উপেক্ষা করেছে। ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা না পেয়ে গতকাল শুক্রবার থেকে শুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকেরা। বৃহস্পতিবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যরা একটি বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন পরিচালকরা তাঁদের বিবৃতিতে ফেডারেশনের উদ্দেশে কিছু শর্ত উপস্থাপন করেছেন। কেন একাধিক পরিচালককে ব্যান করা হচ্ছে, তার কারণ লিখিতভাবে জানাতে হবে ফেডারেশনকে। সেই সব পরিচালক যাতে অবিলম্বে কাজ শুরু করতে পারেন, তার ব্যবস্থাও করতে হবে। গত বছর টেকনিশিয়ান ও পরিচালকদের দ্বন্দ্বের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কোনো অবস্থাতেই যেন কাজ বন্ধ না করা হয়। তাহলে ফেডারেশন কেন সেই নির্দেশ অমান্য করে তিনজন পরিচালকের প্রজেক্টে টেকনিশিয়ানদের কাজ করতে দিল না? এই প্রশ্ন তুলেছেন পরিচালকেরা।
টেকনিশিয়ান ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে আবারও স্থবির হয়ে পড়েছে টালিউড। গত বছরের জুলাই থেকে চলছে দুই পক্ষের এই ইঁদুর-বিড়াল দৌড় খেলা। একবার ফেডারেশন কর্মবিরতির ডাক দিচ্ছে, আরেকবার পরিচালকেরা। সবশেষ গতকাল শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছেন পরিচালকেরা। হচ্ছে না কোনো শুটিং।
নতুন বছরের শুরুতেই আটকে যায় কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমার শুটিং। অজানা কারণে আটকে আছে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজের কাজও। দুটি কাজের নেপথ্যে ফেডারেশন রয়েছে বলে জানা গেছে। এর মধ্যেই গত সপ্তাহে ছোট পর্দার পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ করে দেয় ফেডারেশন। এ অবস্থায় শ্রীজিতের পাশে দাঁড়িয়েছেন পরিচালকদের সংগঠন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। কেন টেকনিশিয়ানরা কাজ বন্ধ করেছেন তার কোনো স্পষ্ট জবাব জানা নেই কারও। যেমন ছিল না কৌশিক গাঙ্গুলি ও জয়দীপের বেলায়। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন বলেন, ‘আমরা কেউ কারণটাই জানতে পারছি না। কার সঙ্গে কী নিয়ে কথা বলব, সেটাও বুঝতে পারছি না।’
পরিচালকদের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো ফল হয়নি। কৌশিক গাঙ্গুলি, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়ের শুটিংয়ের কাজ কেন বন্ধ করা হয়েছে, তা জানতে একাধিকবার ফেডারেশনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন পরিচালকেরা। কিন্তু ফেডারেশন সেই আহ্বান উপেক্ষা করেছে। ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা না পেয়ে গতকাল শুক্রবার থেকে শুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকেরা। বৃহস্পতিবার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সদস্যরা একটি বৈঠকে বসেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ দিন পরিচালকরা তাঁদের বিবৃতিতে ফেডারেশনের উদ্দেশে কিছু শর্ত উপস্থাপন করেছেন। কেন একাধিক পরিচালককে ব্যান করা হচ্ছে, তার কারণ লিখিতভাবে জানাতে হবে ফেডারেশনকে। সেই সব পরিচালক যাতে অবিলম্বে কাজ শুরু করতে পারেন, তার ব্যবস্থাও করতে হবে। গত বছর টেকনিশিয়ান ও পরিচালকদের দ্বন্দ্বের বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কোনো অবস্থাতেই যেন কাজ বন্ধ না করা হয়। তাহলে ফেডারেশন কেন সেই নির্দেশ অমান্য করে তিনজন পরিচালকের প্রজেক্টে টেকনিশিয়ানদের কাজ করতে দিল না? এই প্রশ্ন তুলেছেন পরিচালকেরা।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৬ ঘণ্টা আগে