গত সোমবার থেকে সান বাংলায় শুরু হলো নতুন সিরিয়াল ‘বাদল শেষের পাখি’। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ‘বরণ’খ্যাত অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় ও শ্রেষ্ঠা প্রামাণিক। একলা মায়ের অস্তিত্বের লড়াইয়ের গল্প দেখা যাবে এ ধারাবাহিকে।
বাদল শেষের পাখিতে সুস্মিতের চরিত্রের নাম মোহিত, আর শ্রেষ্ঠা আছেন পাখি চরিত্রে। হরীতকী গ্রামের এক সাধারণ বাড়ির মেয়ে পাখি। বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নেয় সে। এ প্রতিযোগিতায় জিতে সে অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় পাখি। অন্যদিকে মোহিত এক নামকরা বাইসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকের ছেলে। যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাখি, তাতে প্রধান অতিথি হয়ে আসে মোহিত।
অনুষ্ঠানে আসার পথে মোহিত পথ হারিয়ে ফেললে তাকে সাহায্য করে পাখি। একসময় মোহিতের সাহায্যে পাখির পরিবার এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়। তার অর্থ সাহায্যে পাখির বড় বোনের বিয়ে হয়। কিছুদিন পর জানা যায় পাখি অন্তঃসত্ত্বা। অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিপাকে পড়ে তার পরিবার। এমন গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বাদল শেষের পাখি সিরিয়ালের গল্প।
এ ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেছেন শ্রেষ্ঠা প্রামাণিক। আর সুস্মিত মুখোপাধ্যায় পরিচিতি পেয়েছিলেন স্টার জলসার ‘বরণ’ সিরিয়াল দিয়ে। বাদল শেষের পাখিতে এ দুজন ছাড়াও অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দিগন্ত বাগচী, অনিন্দিতা রায়চৌধুরী, রাজন্যা মিত্র, দেবজ্যোতি রায়চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ গুহ, প্রিয়াঙ্কা হালদার, তনুকা চট্টোপাধ্যায়, পায়েল দেব, রোশনি ভট্টাচার্য ও দেবনাথ চট্টোপাধ্যায়।
গত সোমবার থেকে সান বাংলায় শুরু হলো নতুন সিরিয়াল ‘বাদল শেষের পাখি’। লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন ‘বরণ’খ্যাত অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় ও শ্রেষ্ঠা প্রামাণিক। একলা মায়ের অস্তিত্বের লড়াইয়ের গল্প দেখা যাবে এ ধারাবাহিকে।
বাদল শেষের পাখিতে সুস্মিতের চরিত্রের নাম মোহিত, আর শ্রেষ্ঠা আছেন পাখি চরিত্রে। হরীতকী গ্রামের এক সাধারণ বাড়ির মেয়ে পাখি। বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নেয় সে। এ প্রতিযোগিতায় জিতে সে অর্থ দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে চায় পাখি। অন্যদিকে মোহিত এক নামকরা বাইসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকের ছেলে। যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে পাখি, তাতে প্রধান অতিথি হয়ে আসে মোহিত।
অনুষ্ঠানে আসার পথে মোহিত পথ হারিয়ে ফেললে তাকে সাহায্য করে পাখি। একসময় মোহিতের সাহায্যে পাখির পরিবার এক কঠিন পরিস্থিতির মোকাবিলা করে ঘুরে দাঁড়ায়। তার অর্থ সাহায্যে পাখির বড় বোনের বিয়ে হয়। কিছুদিন পর জানা যায় পাখি অন্তঃসত্ত্বা। অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিপাকে পড়ে তার পরিবার। এমন গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বাদল শেষের পাখি সিরিয়ালের গল্প।
এ ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেছেন শ্রেষ্ঠা প্রামাণিক। আর সুস্মিত মুখোপাধ্যায় পরিচিতি পেয়েছিলেন স্টার জলসার ‘বরণ’ সিরিয়াল দিয়ে। বাদল শেষের পাখিতে এ দুজন ছাড়াও অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দিগন্ত বাগচী, অনিন্দিতা রায়চৌধুরী, রাজন্যা মিত্র, দেবজ্যোতি রায়চৌধুরী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ গুহ, প্রিয়াঙ্কা হালদার, তনুকা চট্টোপাধ্যায়, পায়েল দেব, রোশনি ভট্টাচার্য ও দেবনাথ চট্টোপাধ্যায়।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে