জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বিনোদন প্রতিবেদক, ঢাকা
এত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশির ভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এখন আলোচনাতে নেই সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার এগিয়ে থাকতে পারে স্বল্প বাজেটের সিনেমাগুলো।
গত নভেম্বরে পুনর্গঠনের পর প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। জানা গেছে, বোর্ড সদস্যরা তাঁদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠতে পারে গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এই বিভাগে আলোচনায় আছে গণঅর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পেতে পারেন সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন। এ তালিকায় আরও আছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার রায়হান রাফী ও আদিমের পরিচালক যুবরাজ শামীম।
২০২৩ সালে কোরবানির ঈদের সময় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সে সময় এই দুই সিনেমার অভিনেতা শাকিব খান ও আফরান নিশোর মধ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সেরা অভিনেতা বিভাগেও দুই অভিনেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শোনা যাচ্ছে, খানিকটা এগিয়ে আছেন আফরান নিশো। অভিনেত্রী হিসেবে এগিয়ে আছেন সুড়ঙ্গর নায়িকা তমা মির্জা। তমার সঙ্গে এই বিভাগে সাঁতাওয়ের অভিনেত্রী আইনুন পুতুল ও আদিমের সোহাগীও আছেন সম্ভাব্য তালিকায়।
পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে ‘ওরা ৭ জন’-এর শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও সুড়ঙ্গর অভিনেতা রাশেদ মামুন অপুর নাম শোনা যাচ্ছে।
গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা। সিনেমার ঈশ্বর গানের জন্য গীতিকার সোমেশ্বর অলি, সুরকার প্রিন্স মাহমুদ ও গায়ক রিয়াদের নাম শোনা গেছে। এ ছাড়া একই সিনেমার প্রিয়তমা গানের গায়ক-গায়িকা বালাম ও কোনালের নাম আছে সম্ভাব্য তালিকায়।
এত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার ধারণা ছিল এবার বেশির ভাগ বিভাগে পুরস্কার নিয়ে যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এখন আলোচনাতে নেই সিনেমাটি। শোনা যাচ্ছে, এবার এগিয়ে থাকতে পারে স্বল্প বাজেটের সিনেমাগুলো।
গত নভেম্বরে পুনর্গঠনের পর প্রায় চার মাস ধরে জমাকৃত সিনেমাগুলো দেখেছে জুরি বোর্ড। জানা গেছে, বোর্ড সদস্যরা তাঁদের চূড়ান্ত মতামত ও নম্বর জমা দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ে। মোট ২৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
নাম প্রকাশে অনিচ্ছুক জুরি বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, এবার আজীবন সম্মাননা পুরস্কার পেতে পারেন যৌথভাবে শবনম ও জাভেদ। সেরা চলচ্চিত্রের পুরস্কার উঠতে পারে গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’-এর ঘরে। এই বিভাগে আলোচনায় আছে গণঅর্থায়নে নির্মিত আরেক সিনেমা ‘আদিম’।
সেরা পরিচালক হিসেবেও পুরস্কার পেতে পারেন সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন। এ তালিকায় আরও আছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার রায়হান রাফী ও আদিমের পরিচালক যুবরাজ শামীম।
২০২৩ সালে কোরবানির ঈদের সময় মুক্তি পেয়েছিল ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। সে সময় এই দুই সিনেমার অভিনেতা শাকিব খান ও আফরান নিশোর মধ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সেরা অভিনেতা বিভাগেও দুই অভিনেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শোনা যাচ্ছে, খানিকটা এগিয়ে আছেন আফরান নিশো। অভিনেত্রী হিসেবে এগিয়ে আছেন সুড়ঙ্গর নায়িকা তমা মির্জা। তমার সঙ্গে এই বিভাগে সাঁতাওয়ের অভিনেত্রী আইনুন পুতুল ও আদিমের সোহাগীও আছেন সম্ভাব্য তালিকায়।
পার্শ্ব চরিত্র অভিনেতা হিসেবে ‘ওরা ৭ জন’-এর শিবা শানু ও ইমতিয়াজ বর্ষণ এবং খল চরিত্রে ‘প্রহেলিকা’ ও সুড়ঙ্গর অভিনেতা রাশেদ মামুন অপুর নাম শোনা যাচ্ছে।
গানের প্রতিটি বিভাগেই সম্ভাব্য তালিকায় এগিয়ে আছে প্রিয়তমা। সিনেমার ঈশ্বর গানের জন্য গীতিকার সোমেশ্বর অলি, সুরকার প্রিন্স মাহমুদ ও গায়ক রিয়াদের নাম শোনা গেছে। এ ছাড়া একই সিনেমার প্রিয়তমা গানের গায়ক-গায়িকা বালাম ও কোনালের নাম আছে সম্ভাব্য তালিকায়।
সম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেশে ফিরেই তিনি শুরু করেছেন বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন ববি। একটি চরিত্র সহজ-সরল ও অন্যটি প্রতিবাদী তরুণীর।
২৩ মিনিট আগে১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সিনেমার গল্পে নিজেদের দলের একটি মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পরে আবার একত্র হয় সাবেক একটি বিপ্লবী দলের সদস্যরা।
৫ ঘণ্টা আগেএকসময় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হতো নতুন সিনেমা। সাম্প্রতিক সময়ে সেই আমেজ আর দেখা যায় না। এখন নির্মাতা-প্রযোজকদের দৌড়ঝাঁপ শুধু দুই ঈদকে ঘিরে। যে করেই হোক ঈদে আসতে হবে সিনেমা, কম হলে মুক্তি পেলেও যেন কোনো সমস্যা নেই। তবে এবার দুর্গাপূজায় মুক্তির তালিকায় রয়েছে একাধিক সিনেমা। যদিও সেসব সিনেমা নিয়ে চোখ
১৩ ঘণ্টা আগেআগামীকাল বৃহস্পতিবার আসছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গান-এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এই অ্যালবামে থাকবে চারটি নতুন গান। গেয়েছেন সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।
১৩ ঘণ্টা আগে