Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটি ব্লাড ক্লাবের কমিটি ঘোষণা

তানিয়া আক্তার
গ্রিন ইউনিভার্সিটি ব্লাড ক্লাবের কমিটি ঘোষণা

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) ব্লাড ক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আফজালুর রহমান জিসান ও সাধারণ সম্পাদক মো. রাসেল মাহমুদ।

৪ জুন মঙ্গলবার ড. রাজিব সূত্রধরকে ডেপুটি-মডারেটর ও লায়লা ফেরদৌসি অন্তিকে মডারেটর করে কমিটি প্রকাশ করা হয়।

গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক ও কোনো দুর্ঘটনার কারণে জরুরি প্রয়োজনে রক্তের প্রয়োজন হলে রক্ত দেওয়া ও রক্তদাতার ব্যবস্থা করাই মূলত এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্য। যেকোনো মুমূর্ষু ব্যক্তির রক্তের অভাবে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য নাগরিক সাধারণ ও শিক্ষার্থীদের সচেতনতা বাড়িয়ে রক্তদানে আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। কয়েক বছর ধরে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই সংগঠন বিনা মূল্যে রক্তদান করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-অভিভাবক-কর্মচারীদের প্রয়োজনে রক্তদান, লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছানো ও যেকোনো দুর্যোগে রক্তের অভাবে প্রাণনাশ কমানোই সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

নবগঠিত কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে সহসভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, সহসম্পাদক প্রীতম পাউল, কোষাধ্যক্ষ মো. আল ইমরান, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, প্রেস অ্যান্ড মিডিয়া সম্পাদক মো. জায়েদ হাসান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অনামিকা সরকার, খেলাধুলাবিষয়ক সম্পাদক সাগিদুর রহমান সোহাগ, গ্রাফিকস ডিজাইনার তানভীর আহমেদ তোনিম, ইভেন্ট সম্পাদক হিসেবে রয়েছেন সম্পাদক সৌরভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত