Ajker Patrika

বিইউএফটিতে আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তি একীভূতকরণ সম্মেলন

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৬: ৫৪
বিইউএফটিতে আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তি একীভূতকরণ সম্মেলন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও চায়না টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটির (সিটিইএস) আয়োজনে আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তি একীভূতকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিইউএফটির স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে ‘২০২৪ চায়না-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফোরাম অন ইন্টারন্যাশনাল টেক্সটাইল টেকনোলজি ইন্টিগ্রেশন’ শীর্ষক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শেষাংশে বিইউএফটি ও সিটিইএসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম মাহফুজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর উদ্দিন সিদ্দিক, ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে রিয়াজ বিন মাহমুদ, খন্দকার রফিকুল ইসলাম, মো. মশিউল আজম সজল, মোহাম্মদ নাসির, মো. জাকির হোসাইন, আব্দুল্লাহ হিল রাকিব, বাংলাদেশে চীনা দূতাবাসের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলর সং ইয়াং, সিটিইএসের পরিচালক ওয়াং ঝেং, চায়না টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিলের (ইউনাইটেড টেস্টিং সেন্টার) পরিচালক মিস ইয়াং হোংসান, চায়না ন্যাশনাল গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইয়াং জিয়াওডং, বাংলাদেশে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ব্রাঞ্চ অব চায়না এন্টারপ্রাইজেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাইক জে, ডংহুয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল অনুষদের ভাইস ডিন ওয়াং জিয়ানফেং এবং জিংজিয়াং কেমিক্যাল ফাইবার কোম্পানি লিমিটেডের প্রধান প্রকৌশলী জি ইউটিং।

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির উপ-উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। সম্মেলনে অন্যদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পপতি ও পরিচালক, চীনা বিশেষজ্ঞ, বিইউএফটির রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক–কর্মকর্তারা ও বাছাইকৃত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফোরামের প্রাথমিক ফোকাস ছিল আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তিকে একীভূত করার বিষয়ে আলোচনা করা এবং শেষ পর্যন্ত টেক্সটাইল খাতে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদার করা। উদ্ভাবন, টেকসই এবং প্রযুক্তিগত অগ্রগতির ওপর জোর দিয়ে, সম্মেলনের লক্ষ্য ছিল শিল্পে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং উন্নয়নের জন্য একটি পথ-নির্দেশিকা প্রস্তুত করা।

অংশগ্রহণকারীরা ইন্টারেকটিভ সেশন, চমৎকার উপস্থাপনা, কৌশলগত অংশীদারত্ব এবং উভয় দেশের টেক্সটাইল শিল্পে অগ্রগতির জন্য সহায়ক নেটওয়ার্কিং সুযোগগুলো নিয়েও আলোচনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত