Ajker Patrika
সরাসরি

‘ভোট চুরি’র অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, টিএসসিতে উত্তেজনা

১৯: ২৮

ভোট চুরির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, টিএসসিতে উত্তেজনা

ভোট চুরির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, টিএসসিতে উত্তেজনা
ভোট কারচুপির অভিযোগে টিএসসির সামনে ছাত্রদলের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

ঢাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করে তারা। এসময় তারা ’জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’, ‘প্রশাসন ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানানো হয়েছে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের বাইরে অবস্থান নেয়।

১৮: ৫৬

সর্বোচ্চ ৮৫ শতাংশ ভোট পড়েছে

ডাকসুতে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। পরে রিটার্নিং কর্মকর্তারা প্রাথমিক হিসাব দিয়ে জানান, কার্জন হল কেন্দ্রে ৮০ শতাংশের বেশি, শারীরিক শিক্ষাকেন্দ্রে ৮৩, টিএসসি কেন্দ্রে ৬৯, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ৬৭, উদয়ন স্কুল কেন্দ্রে ৮৪-৮৫, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ৬৫ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে ৬৫ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।

১৭: ৫৫

জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল

জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল
মধুর ক্যান্টিনের সামনে ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ছাত্রদল।

এর আগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ জমা দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ।

১৭: ১৮

ভোট গণনা চলছে, দেখানো হচ্ছে বড় স্ক্রিনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে। গণনা প্রক্রিয়া কেন্দ্রের বাইরে বড় স্কিনে দেখানো হচ্ছে।

১৭: ১৫

শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ জমা দিলেন আবিদ

ছাত্রশিবিরের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ জমা দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ।

এর আগে গণমাধ্যম কর্মীদের আবিদ বলেন, ‘আমরা দেখেছি, শিবিরের কারচুপির প্রমাণ ইতিমধ্যে প্রশাসন পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের বাক স্বাধীনতা যারা বিশ্বাস করে না, তাদের ঢাকা বিশ্বিদ্যালয় কখনোই মেনে নেবে না।’

১৭: ১৩

৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছেন, রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে।

কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তাঁরা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না বলে জানিয়েছেন তাঁরা। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা রয়েছে।

কেউ ইচ্ছেকৃত বা পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করলে প্রশাসন ব্যবস্থা নেবেন।

১৬: ৩৩

ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ, ফলাফলের অপেক্ষা

দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে আটটি কেন্দ্রে শুরু হওয়া এই ভোটগ্রহণ শেষ হয় নির্ধারিত সময় বিকেল ৪টায়। তবে, ৪টার পরও যারা লাইনে ছিলেন, তাঁদের ভোট গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এখন সবার দৃষ্টি ফলাফলের দিকে।

১৬: ০০

দলীয় আধিপত্যের অভিযোগ তুলে স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনার ভোট বর্জন

দলীয় আধিপত্যের অভিযোগ তুলে স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনার ভোট বর্জন
স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। ছবি: সংগৃহীত

ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার। তিনি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী।

তিনি আজ সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন। তাহমিনা আক্তার বলেন, নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য দেখছি।

তাহমিনা বলেন, অমর একুশে হলে পোলিং অফিসার শিক্ষার্থীকে ব্যালট পেপার পূরণ করে দেওয়ার ঘটনা ঘটছে। আবার আমাদের ছয় জন পোলিং এজেন্ট রাখার জন্য কর্তৃপক্ষে তথ্য দেওয়া হয়ে ছিল। কিন্তু তারা একজনকে দেয়নি।

১৫: ৪৫

বেলা ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের কাছে ডাকসু নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেলা ৩টার দিকে সিনেট ভবনের কেন্দ্রগুলো পরিদর্শনের পর তিনি বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না।

উপাচার্য জানান, বেলা ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তিনি আরও নিশ্চিত করেন, নির্ধারিত সময় বিকেল ৪টার পরেও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাঁদের ভোট নেওয়া হবে।

উপাচার্য বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’

এখানে তিনি একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনাটির কথা উল্লেখ করেন, যার কারণে পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

টিএসসির কেন্দ্রে একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়েও উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

ডাকসু নির্বাচনকে এখন দেশের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন এবং যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তাঁরা স্বীকার করবেন যে কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’

এর আগে বেলা আড়াইটার দিকে সিনেট ভবনের কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে ভোট দিতে পারছে। এখনো সময় আছে। ভোটারও আসছে। আশা করছি উল্লেখযোগ্য ভোট পড়বে।’

১৫: ৩৬

টিএসসিতে ৫৮%, শারীরিক শিক্ষা কেন্দ্রে ৭৮% ভোট পড়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ভোটকেন্দ্রে বেলা ৩টা পর্যন্ত প্রায় ৬৩ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, বেলা দেড়টা শারীরিক শিক্ষাকেন্দ্রের কেন্দ্রে ভোট পড়ার হার ছিল আরও বেশি, প্রায় ৭৮ শতাংশ।

টিএসসি কেন্দ্রে ভোটের চিত্র

ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বেলা ৩টা পর্যন্ত ৬৩ শতাংশ ভোট পড়েছে। বেলা ৩টা ১০ মিনিটে এই তথ্য জানান টিএসসি কেন্দ্রের প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

তিনি জানান, বেলা ৩টা পর্যন্ত ৬৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা আরও জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। তিনি বলেন, ‘মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে। এ কেন্দ্রে দেড়টা পর্যন্ত ৫৮ শতাংশ মেয়ে ভোট দিয়েছে। সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছে।’

শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোটের হার:

শারীরিক শিক্ষাকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৮৬১। এই কেন্দ্রে বেলা আড়াইটা পর্যন্ত প্রায় ৭৮ শতাংশ বা ৩ হাজার ৭৮৬টি ভোট পড়েছে। জগন্নাথ হল, জহুরুল হক হল এবং এসএম হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দিয়েছেন।

হলগুলোর প্রাধ্যক্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা আড়াইটা পর্যন্ত জগন্নাথ হলের ২ হাজার ২২৯ ভোটের মধ্যে ১ হাজার ৭২৬টি (৭৭ শতাংশ), জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ ভোটের মধ্যে ১ হাজার ৫৭৫টি (৮০ শতাংশ) এবং এস এম হলের ৬৬৯ ভোটের মধ্যে ৪৮৫টি (৭২ শতাংশ) ভোট পড়েছে।

১৫: ৩০

ভুয়া আইডি কার্ডে ঢাবি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা, আটক ২

‎ভুয়া আইডি কার্ড দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টায় আটক দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে বলেও জানিয়েছেন তিনি।

দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে দায়িত্ব পালনকালে তিনি এসব কথা বলেন।

১৪: ২৯

লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

বেলা দেড়টার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৪: ০৫

একুশে হলে ভোট কারচুপির অভিযোগ ফরহাদের

ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে একুশে হলে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন শিবির-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ফরহাদ বলেন, ইউল্যাব কেন্দ্রে ৮ থেকে সাড়ে ১০টা পর্যন্ত কোনো লোককে ঢুকতে দেওয়া হয়নি। সাড়ে ১০টায় সেখানে গেলে ঢুকতে দেওয়া হয়নি। ছাত্রদলের ৮ থেকে ১০ জন পোলিং এজেন্ট থাকা সত্ত্বেও সেখানে থেকে ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

১৩: ৪৭

সাদিক কায়েম ও ফরহাদের নামে আগে থেকেই মার্ক করা ব্যালট পেপার দেওয়ার অভিযোগ

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা অভিযোগ করেছেন, টিএসসি কেন্দ্র রোকেয়া হলের ১ নম্বর টেবিল থেকে তাঁর এক বান্ধবীকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে, সেটিতে শিবির-সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেওয়া ছিল। সেটা নিয়ে গেলে পরিবর্তন করে দেওয়া হয়।

এর আগেও অমর একুশে হল কেন্দ্রে জিয়াউর রহমান নামের এক পোলিং কর্মকর্তা এক ভোটারকে দুটি ব্যালেট পেপার দিয়েছেন বলে অভিযোগ উঠলে অব্যাহিত দেওয়া হয়। একটি ব্যালট পেপার আগে থেকেই পূরণ করা ছিল বলে অভিযোগ।

১৩: ৩৮

ঢাবিতে জরুরি মুহূর্তে প্রবেশ করছে যেসব গাড়ি ‎ ‎

‎দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটটি প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। এসব প্রবেশপথ দিয়ে জরুরি মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের বহনকারী বাস, শিক্ষকদের গাড়ি, গণমাধ্যমকর্মীদের গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা কাজে নিয়োজিত পরিবহন। 

১৩: ৩৬

উদয়ন স্কুল কেন্দ্রে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রপ্রধান অধ্যাপক শামীম রেজা।

বেলা ১টায় তিনি গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

এই কেন্দ্রে মোট চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এর মধ্যে সূর্যসেন হল ৫৩ দশমিক ৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান শামীম রেজা। তিনি বলেন সূর্যসেন হলের এখন পযর্ন্ত ৮০০ ভোট কাস্ট হয়েছে।

জিয়াউর রহমান হলের ভোট কাস্ট হয়েছে ৮৮৪-এর মতো। যা মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ। শেখ মুজিব হলের ভোট কাস্ট হয়েছে ৯৭০, যা মোট ভোটের ৬০ শতাংশ। এ ছাড়া জসীমউদ্‌দীন হলের ৭৬০টির মতো ভোট কাস্ট হয়েছে। যা মোট ভোটের ৫৮ শতাংশ।

১২: ৫৪

প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার আছে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর ভোটকেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

দুপুর ১২টার দিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিক এই কথা বলেন তিনি।

নাছির উদ্দিন বলেন, দু-একটি গণমাধ্যম, রিটার্নিং কর্মকর্তা, হাউস টিউটর, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন প্যানেলের অভিযোগ, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ভোটকেন্দ্রে প্রবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এটি একটি ভুল তথ্য। ডাকসুর আচরণবিধিতে বলা হয়েছে, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নি কর্মকর্তা কর্তৃক অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সুতরাং, প্রার্থীর যেকোনো ভোটকেন্দ্রে প্রবেশের পূর্ণ অধিকার রয়েছে এবং আইনেও সেটি বলা হয়েছে।

১২: ১৯

টিএসসি কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ ভোট

ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রথম ৩ ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

বেলা সোয়া ১১টায় এ তথ্য জানান কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

তিনি বলেন, ‘সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোট গ্রহণ চলছে। তিন ঘণ্টায় প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে তিন ঘণ্টায় কেন্দ্রটিতে ২ হাজার ২৮০টির মতো ভোট পড়েছে।’

১২: ১৭

ডাকসু নির্বাচনে এক পোলিং কর্মকর্তাকে অব্যাহতি

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত জিয়াউর রহমান নামের এক পোলিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান

কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে দুটি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং কর্মকর্তা জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে।

১২: ১৩

উদয়ন বিদ্যালয় কেন্দ্রে তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫%

ডাকসু ও হল সংসদ নির্বাচনে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১১০টি বুথে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩ ঘণ্টায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে। সকাল পৌনে ১০টায় রিটার্নিং কর্মকর্তা তারিক মনজুর এ তথ্য জানান।

উদয়ন স্কুল কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ১৫৫ জন। এর মধ্যে মাস্টারদা সূর্যসেন হলের ভোটার সংখ্যা ১ হাজার ৪৯৫, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ৭৫৩, শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৬০৯ এবং কবি জসীম উদ্‌দীন হলের ভোটার সংখ্যা ১ হাজার ২৯৮।

প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট দিতে কিছুটা সময় লাগছে বলে জানান ভোট দিয়ে বেরিয়ে আসা অনেকেই।

১২: ১০

আবিদকে জড়িয়ে ধরে বিজ্ঞান অনুষদের ডিন বললেন, 'সব খবর ভালো'

বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবদুস সালাম ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে জড়িয়ে ধরে বলেছেন, 'সব খবর ভালো।’

সকাল ১০টার দিকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে আবিদকে জড়িয়ে ধরে এ কথা বলেন আবদুস সালাম।

বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবদুস সালামের সঙ্গে কথা বলেন গণমাধ্যমকর্মীরা। তাঁর কাছে সাংবাদিকেরা জানতে চান, কিছুক্ষণ আগে আপনি ছাত্রদলের ভিপি প্রার্থীকে বলছিলেন সব খবর ভালো। আপনি আসলে কী বোঝাতে চেয়েছেন?

জবাবে তিনি সাংবাদিকদের বলেন, 'সব খবর ভালো মানে, সব জায়গায় সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমরা সব জায়গায় ঘুরেছি সকাল থেকে। সব জায়গায় সুষ্ঠু-সুন্দরভাবে লাইনের মাধ্যমে ভোট দিতে দেখেছি।'

১১: ৩০

হুইলচেয়ারে ভোট দিতে এলেন মেঘমল্লার বসু

ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।

বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

১১: ২৬

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে: জিএস প্রার্থী ফরহাদ

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।

তিনি বলেছেন, নির্বাচনে বেশ কয়েকটি ব্যত্যয় হয়েছে। নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

সকাল সাড়ে ৯টার পরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ফরহাদ।

১১: ২৩

টিএসসি কেন্দ্রে এক ঘণ্টায় ভোট পড়েছে ৭০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টায় এই কেন্দ্রে ৭০০ ভোট পড়েছে।

টিএসসির ক্যাফেটেরিয়া ও ইনডোর গেমস রুমে ভোট গ্রহণ হচ্ছে। এর মধ্যে ক্যাফেটেরিয়ায় ৪২০ জন ও ইনডোর গেমস রুমে ২৮০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৫ হাজার ৬৪১।

১১: ২২

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে: জিএস প্রার্থী তানভীর

নির্বাচনের মাত্র ৪৫ মিনিট সময় পার হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে।

সকাল ৯টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

শেখ তানভীর বলেন, তাঁদের আশা নির্ধারিত সময় পর্যন্তই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী ।

১১: ০৯

ব্যাপক সাড়া পাচ্ছি: ভিপি প্রার্থী উমামা

ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

তিনি বলেছেন, ‘আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। আমরা ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। বরং আমরা চাই সঠিকভাবে যেন নির্বাচন সম্পন্ন হয় এবং সেই অনুযায়ী ফলাফল আসে।

১১: ০৮

ট্যাগিং ও প্রোপাগান্ডার মাধ্যমে ভোট কমানোর চেষ্টা চলছে: ভিপি প্রার্থী শামীম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মসহ কয়েকটি গণমাধ্যমে ট্যাগিংয়ের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সকালে সোয়া ১০টার দিকে সাংবাদিকদের শামীম হোসেন বলেন, কয়েকটি চিহ্নিত গণমাধ্যম, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে তাঁকে ট্যাগিং করা হয়েছে। এটার আশঙ্কা তিনি আগেই করেছিলেন। এই প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।

১০: ৪৩

পছন্দের প্রার্থী আগেই ঠিক করে এসেছেন ভোটাররা

ভোটের বুথে প্রবেশের আগে থেকেই অনেক ভোটার তাঁদের পছন্দের প্রার্থী তালিকা চূড়ান্ত করে এসেছেন। এর কারণ হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের তিন শিক্ষার্থী সিদরাতুন মোনতাহা, সায়মা তাসনিম নিশাত ও তাসনিয়া আহমেদ জানান, এতগুলো প্রার্থীর মধ্য থেকে সঠিক প্রার্থীকে বেছে নেওয়া বেশ কঠিন। তাই তাঁরা আগের রাতেই ভিপি, জিএসসহ অন্যান্য পদে কাকে ভোট দেবেন, তা ঠিক করে এসেছিলেন। ফলে তাঁদের ভোট দিতে মাত্র ৭ মিনিট সময় লেগেছে।

১০: ৩২

ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ফরহাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শিবির মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে এসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

১০: ৩০

কেন্দ্র ঢুকে ভোট চাইলেন সবাই

ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, শিবির-সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে টিএসসি কেন্দ্রের দিকে আসেন ও ভোটারের সঙ্গে কুশল বিনিময় করেন।

১০: ১১

প্রতিটি ভোট দিতে গড়ে সময় লাগছে ৬ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে শিক্ষার্থীদের সময় লাগছে গড়ে ৬ মিনিট। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে গেলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে এ কথা জানান তাঁরা।

১০: ০৩

রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি: ভিপি প্রার্থী আবিদুল

রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি: ভিপি প্রার্থী আবিদুল
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

টিএসসি ভোটকেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, ‘রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে অনেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হয়েছে।’

সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শারীরিক শিক্ষাকেন্দ্রে ঢুকে পড়েন আবিদুল। অথচ তিনি ওই কেন্দ্রে ভোটার নন, তাঁর ভোটকেন্দ্র উদয়ন স্কুল।

কেন্দ্রটির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গওসুল হক জানান, বিষয়টি জানার পরপরই আবিদুলকে সেখান থেকে চলে যেতে বলা হয় এবং তিনি সঙ্গে সঙ্গে চলে যান।

তিনি সাংবাদিকদের বলেন, 'প্রিজাইডিং অফিসার তাঁকে বের হয়ে যেতে বলেন, আর তিনি সঙ্গে সঙ্গেই চলে যান। আমি সরাসরি ঘটনা দেখিনি, তবে শুনেছি এটি ভুলবশত হয়েছিল এবং দ্রুত সমাধান করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যে কেন্দ্রের ভোটার নন, সেই কেন্দ্রে প্রবেশ করতে পারেন না।'

তবে টিএসসিতে সাংবাদিকদের কাছে আবিদুল দাবি করেন, তিনি অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছিলেন।

তিনি বলেন, ‘আমি ভিপি প্রার্থী, তাই সব কেন্দ্রে ভোট সঠিকভাবে হচ্ছে কি না তা দেখা আমার দায়িত্ব। অথচ আমাকে রোকেয়া হল, টিএসসি ও উদয়ন স্কুল কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কোনো পরিচয়পত্রও দেওয়া হয়নি। আমরা শুধু নির্বাচনকে উৎসবমুখর করতে চাই, যেন কোনো অভিযোগ না ওঠে।’

০৯: ৫৯

ইসলামী ছাত্র আন্দোলনের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

নির্বাচনী কর্মকর্তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-সমর্থিত প্যানেলের এজেন্টদের বের করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জিএস পদপ্রার্থী মো. খায়রুল আহসান মারজান।

০৯: ৫৯

কেন্দ্রে ঢুকে নারী শিক্ষার্থীদের কাছে ভোট চাইলেন আবিদুল ও বাকের

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। সকালে এই কেন্দ্র পরিদর্শনে এসে নারী শিক্ষার্থীদের কাছে ভোট চেয়েছেন ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।

০৯: ৫৯

পোলিং এজেন্টের কেন্দ্র পরিবর্তনের অভিযোগ উমামার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পোলিং এজেন্টদের কেন্দ্র পরিবর্তনের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা। এতে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।