শিক্ষা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্প্রতি সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এসব কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি পরিচালনা করছে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকার দাবি জানিয়ে ইউজিসিতে স্মারকলিপি দিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাদের স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ২০১৭ সাল থেকে সরকারি তিতুমীর কলেজসহ অন্য ৬টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তবে দীর্ঘ আট বছরেও এর কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাবি অধিভুক্তি বাতিলের ঘোষণা দেয়। পরবর্তী সময়ে সাত কলেজের শিক্ষার্থীরা এসব কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এখন চলমান রয়েছে।
তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী ‘তিতুমীর ঐক্য’ ব্যানারে পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন, যা অধিকাংশ শিক্ষার্থীর সমর্থন পায়নি। স্মারকলিপিদাতা শিক্ষার্থীরা দাবি করেন, তাঁরা এই আন্দোলনের সঙ্গে নেই এবং বিরোধিতা করলেও তা প্রকাশ্যে বলতে পারছেন না। কারণ, ভিন্নমত প্রকাশ করলেই ভয়ভীতি দেখানো হচ্ছে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে। তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন। সর্বশেষ ৩ ফেব্রুয়ারি তাঁরা মহাখালীর রেলগেট অবরোধ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এসে একক বিশ্ববিদ্যালয় বাদে অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিদাতারা অভিযোগ করেন, আন্দোলনকারীরা সরকারের সিদ্ধান্তকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং জুনিয়র শিক্ষার্থীদের ভুল তথ্য দিচ্ছেন। তাঁরা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং যদি তিতুমীর কলেজ এই উদ্যোগের বাইরে রাখা হয়, তাহলে তাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং একক সুবিধার বিরোধিতা করেন। বিশ্ববিদ্যালয় ইস্যুতে তিতুমীর কলেজে দুটি পক্ষ তৈরি হয়েছে। আমরা চাই, এ নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। ইউজিসি শিক্ষার্থীদের দাবির বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সম্প্রতি সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে। এসব কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি পরিচালনা করছে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকার দাবি জানিয়ে ইউজিসিতে স্মারকলিপি দিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান তাদের স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ২০১৭ সাল থেকে সরকারি তিতুমীর কলেজসহ অন্য ৬টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, তবে দীর্ঘ আট বছরেও এর কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাবি অধিভুক্তি বাতিলের ঘোষণা দেয়। পরবর্তী সময়ে সাত কলেজের শিক্ষার্থীরা এসব কলেজ নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এখন চলমান রয়েছে।
তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী ‘তিতুমীর ঐক্য’ ব্যানারে পৃথক একটি বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছেন, যা অধিকাংশ শিক্ষার্থীর সমর্থন পায়নি। স্মারকলিপিদাতা শিক্ষার্থীরা দাবি করেন, তাঁরা এই আন্দোলনের সঙ্গে নেই এবং বিরোধিতা করলেও তা প্রকাশ্যে বলতে পারছেন না। কারণ, ভিন্নমত প্রকাশ করলেই ভয়ভীতি দেখানো হচ্ছে।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাচ্ছে। তবে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী পৃথক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন। সর্বশেষ ৩ ফেব্রুয়ারি তাঁরা মহাখালীর রেলগেট অবরোধ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান এসে একক বিশ্ববিদ্যালয় বাদে অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিদাতারা অভিযোগ করেন, আন্দোলনকারীরা সরকারের সিদ্ধান্তকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং জুনিয়র শিক্ষার্থীদের ভুল তথ্য দিচ্ছেন। তাঁরা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং যদি তিতুমীর কলেজ এই উদ্যোগের বাইরে রাখা হয়, তাহলে তাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সাত কলেজের সমন্বিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকতে চান এবং একক সুবিধার বিরোধিতা করেন। বিশ্ববিদ্যালয় ইস্যুতে তিতুমীর কলেজে দুটি পক্ষ তৈরি হয়েছে। আমরা চাই, এ নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। ইউজিসি শিক্ষার্থীদের দাবির বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।’
প্রাথমিকের পর মাদ্রাসার ইবতেদায়ি পর্যায় এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ডিসেম্বরের শেষে এ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, মোট ছয়টি বিষয়ে পাঁচটি পত্রে এবারের বৃত্তি পরীক্ষা আয়োজিত হবে।
১ ঘণ্টা আগেপাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নের’ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২ জন শিক্ষক। তারা অবিলম্বে শিক্ষকদের মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
৮ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও ই-লার্নিংয়ের সুযোগ দিতে আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা
১৩ ঘণ্টা আগেদেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
১ দিন আগে