ফিচার ডেস্ক
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পূর্বাচল আমেরিকান সিটির ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান (রতন), বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, টেক্সটাইল বিভাগের চেয়ারপারসন ও ডিসটিংগুইসড প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) প্রমুখ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘গ্রিন ইউনিভার্সিটি শুধু একাডেমিক উৎকর্ষ অর্জন নয়, বরং উদ্ভাবন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই যাত্রা শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং দেশ ও সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে অবদান রাখার জন্য।’
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান রহমান (রতন) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনকে জানতে এবং এর মূল্য বুঝতে হবে। ধৈর্য ধরে, সময় নিয়ে কাজ করলে তবেই বড় কিছু অর্জন করা সম্ভব।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়ানো এবং প্রশ্ন করার দক্ষতা অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জন করা জরুরি।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে স্প্রিং সেমিস্টার ২০২৫-এর নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পূর্বাচল আমেরিকান সিটির ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ডেটাসফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান (রতন), বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, টেক্সটাইল বিভাগের চেয়ারপারসন ও ডিসটিংগুইসড প্রফেসর ড. নিতাই চন্দ্র সূত্রধর, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন (অব.) প্রমুখ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘গ্রিন ইউনিভার্সিটি শুধু একাডেমিক উৎকর্ষ অর্জন নয়, বরং উদ্ভাবন, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই যাত্রা শুধু একটি ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং দেশ ও সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে অবদান রাখার জন্য।’
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান রহমান (রতন) শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘জীবনকে জানতে এবং এর মূল্য বুঝতে হবে। ধৈর্য ধরে, সময় নিয়ে কাজ করলে তবেই বড় কিছু অর্জন করা সম্ভব।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের জানার আগ্রহ বাড়ানো এবং প্রশ্ন করার দক্ষতা অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জন করা জরুরি।
তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
৬ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
১০ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা যেকোনো শিক্ষার্থীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শুধু পড়াশোনার দক্ষতার ভিত্তিতে নয়, ধৈর্য, মনোবল এবং সঠিক প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে।
১৩ ঘণ্টা আগেপ্রায় ১১৪ কোটি টাকা ব্যয়ের একটি স্কিমে প্রশিক্ষণেই খরচ ধরা হয়েছে ৫৬ কোটি টাকার বেশি। অর্থাৎ স্কিমে মোট ব্যয়ের অর্ধেকই খরচ হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে (ডিআইএ) ডিজিটালাইজড করার অংশ হিসেবে এই স্কিমের প্রস্তাব করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে