Ajker Patrika

বিতর্কে অনন্য ক্লাব

ছাব্বির হোসেন
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ০২
বিতর্কে অনন্য ক্লাব

মাধ্যমিক পর্যায়ে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। ডেমরার এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে অনন্য ভূমিকা রেখে চলেছে। এখানে আছে স্কাউট,আর্টস অ্যান্ড কালচারাল ক্লাব, স্বদেশ ও বিশ্ব ভাবনা ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইত্যাদি। শিক্ষকদের তত্ত্বাবধানে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাব অনুযায়ী বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে থাকে।

১৯৮৯ সালে ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালে প্রতিষ্ঠা করা হয় ডিবেটিং ক্লাব। প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের ৪০০ জন এ ক্লাবের সদস্য।

ক্লাবের বর্তমান সভাপতি অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা এবং সেক্রেটারি অনুকূল চন্দ্র মণ্ডল। প্রতিটি ক্লাবের জন্য একজন করে শিক্ষক নির্দিষ্ট করা আছে; যিনি সংশ্লিষ্ট ক্লাবের সব কার্যক্রমের জন্য সভাপতি ও সেক্রেটারিকে অবহিত করে থাকেন। সাপ্তাহিক কার্যক্রম, ওয়ার্কশপ ও বার্ষিক প্রতিযোগিতা—এ তিন ভাগে ক্লাবের কার্যক্রম পরিচালনা করা হয়। বছরে কয়েকবার অনুষ্ঠিত হয় ওয়ার্কশপ। বিতর্ক ক্লাবের উল্লেখযোগ্য আয়োজন বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা বছরে একবার স্কুল ও কলেজের বাংলা এবং ইংরেজি—উভয় ভার্সনসহ সব শিক্ষার্থীকে নিয়ে জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থী, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ডেমরা, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত