মো. আশিকুর রহমান
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জনপ্রিয় উপন্যাস কাকতাড়ুয়া। একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে এক কিশোরের জীবনের টানাপোড়েন এবং তার মুক্তিযোদ্ধা হয়ে ওঠার কথা বলা হয়েছে এই উপন্যাসে। সেই কিশোর চরিত্রের নাম বুধা। নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে থাকা কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র সে। বুধা চরিত্রটি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। তাই তো উপন্যাসটি পড়ে বুধা চরিত্রের ওপর ‘বুধা-দ্য রাইজ অব ইনডিপেনডেন্স’ গেম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মাহমুদুল হাসান। সে ঢাকা উদ্যান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।
নিজের উপন্যাসের চরিত্র নিয়ে গেম বানানোর বিষয়টি জেনে অবাক হন সেলিনা হোসেনও। প্রখ্যাত এই ঔপন্যাসিক বলেন, ‘তরুণ প্রজন্ম গেমটি থেকে আরও বেশি মুক্তিযুদ্ধে তরুণদের অবদান নিয়ে জানতে পারবে, উৎসাহী হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে তরুণদের পুঁথিগত বিদ্যার থেকে প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী শক্তি আরও বেশি কাজে লাগিয়ে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিনিধিত্ব করতে হবে! স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ!’
হঠাৎ বুধা চরিত্র নিয়ে গেম তৈরির আগ্রহ কেন তৈরি হলো—জানতে চাইলে মাহমুদুল বলে, ‘মুক্তিযোদ্ধাদের সহযোগিতা থেকে শুরু করে রাজাকারদের বাড়ি পুড়িয়ে দেওয়াসহ পুরো উপন্যাসই যেন ১৯৭১ সালের অনুভূতি দেয়। ইচ্ছা করত, ইশ্! আমিও যদি ওই সময় জন্মগ্রহণ করতাম, তাহলে বুধার মতো আমিও মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারতাম! এসব ভাবনা থেকেই গেম তৈরির বিষয়টি মাথায় আসে।’
মাহমুদুল আরও বলে, ‘বুধা অসংখ্য শিক্ষার্থীর কাছে পছন্দের চরিত্র। এ চরিত্রকে গেমে রূপান্তর করতে পারা আমার জীবনের
সবচেয়ে বড় অর্জন। গেমটি কয়েকটি প্রজন্মের কিশোর-কিশোরীদের নস্টালজিক করে তুলবে। গেমে থাকা দেশি চরিত্র, দৃশ্য, বালুর বস্তা, খেত, শত্রু ট্যাংক ইত্যাদি নিয়ে যাবে একাত্তরের সময়ে! অনুভূতি দেবে বুধার মতো যুদ্ধ করার!’
এ পর্যন্ত জাতীয় আইসিটি ডিভিশন আয়োজিত ইনোভেটিভ মোবাইল গেমস পুরস্কারসহ কয়েকটি আন্তর্জাতিক ইনডাই গেমস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মাহমুদুলের এই গেম। সবার ইতিবাচক সাড়াসহ ভালোবাসা কুড়াচ্ছে গেমটি।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জনপ্রিয় উপন্যাস কাকতাড়ুয়া। একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে এক কিশোরের জীবনের টানাপোড়েন এবং তার মুক্তিযোদ্ধা হয়ে ওঠার কথা বলা হয়েছে এই উপন্যাসে। সেই কিশোর চরিত্রের নাম বুধা। নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে থাকা কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র সে। বুধা চরিত্রটি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। তাই তো উপন্যাসটি পড়ে বুধা চরিত্রের ওপর ‘বুধা-দ্য রাইজ অব ইনডিপেনডেন্স’ গেম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মাহমুদুল হাসান। সে ঢাকা উদ্যান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।
নিজের উপন্যাসের চরিত্র নিয়ে গেম বানানোর বিষয়টি জেনে অবাক হন সেলিনা হোসেনও। প্রখ্যাত এই ঔপন্যাসিক বলেন, ‘তরুণ প্রজন্ম গেমটি থেকে আরও বেশি মুক্তিযুদ্ধে তরুণদের অবদান নিয়ে জানতে পারবে, উৎসাহী হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে তরুণদের পুঁথিগত বিদ্যার থেকে প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী শক্তি আরও বেশি কাজে লাগিয়ে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিনিধিত্ব করতে হবে! স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ!’
হঠাৎ বুধা চরিত্র নিয়ে গেম তৈরির আগ্রহ কেন তৈরি হলো—জানতে চাইলে মাহমুদুল বলে, ‘মুক্তিযোদ্ধাদের সহযোগিতা থেকে শুরু করে রাজাকারদের বাড়ি পুড়িয়ে দেওয়াসহ পুরো উপন্যাসই যেন ১৯৭১ সালের অনুভূতি দেয়। ইচ্ছা করত, ইশ্! আমিও যদি ওই সময় জন্মগ্রহণ করতাম, তাহলে বুধার মতো আমিও মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারতাম! এসব ভাবনা থেকেই গেম তৈরির বিষয়টি মাথায় আসে।’
মাহমুদুল আরও বলে, ‘বুধা অসংখ্য শিক্ষার্থীর কাছে পছন্দের চরিত্র। এ চরিত্রকে গেমে রূপান্তর করতে পারা আমার জীবনের
সবচেয়ে বড় অর্জন। গেমটি কয়েকটি প্রজন্মের কিশোর-কিশোরীদের নস্টালজিক করে তুলবে। গেমে থাকা দেশি চরিত্র, দৃশ্য, বালুর বস্তা, খেত, শত্রু ট্যাংক ইত্যাদি নিয়ে যাবে একাত্তরের সময়ে! অনুভূতি দেবে বুধার মতো যুদ্ধ করার!’
এ পর্যন্ত জাতীয় আইসিটি ডিভিশন আয়োজিত ইনোভেটিভ মোবাইল গেমস পুরস্কারসহ কয়েকটি আন্তর্জাতিক ইনডাই গেমস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মাহমুদুলের এই গেম। সবার ইতিবাচক সাড়াসহ ভালোবাসা কুড়াচ্ছে গেমটি।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
১ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
১ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
১ দিন আগে