Ajker Patrika

বুধাকে নিয়ে গেম বানালেন মাহমুদুল

মো. আশিকুর রহমান
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৪৪
বুধাকে নিয়ে গেম বানালেন মাহমুদুল

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জনপ্রিয় উপন্যাস কাকতাড়ুয়া। একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে এক কিশোরের জীবনের টানাপোড়েন এবং তার মুক্তিযোদ্ধা হয়ে ওঠার কথা বলা হয়েছে এই উপন্যাসে। সেই কিশোর চরিত্রের নাম বুধা। নবম-দশম শ্রেণির পাঠ্যবইয়ে থাকা কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র সে। বুধা চরিত্রটি শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। তাই তো উপন্যাসটি পড়ে বুধা চরিত্রের ওপর ‘বুধা-দ্য রাইজ অব ইনডিপেনডেন্স’ গেম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মাহমুদুল হাসান। সে ঢাকা উদ্যান সরকারি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে।

নিজের উপন্যাসের চরিত্র নিয়ে গেম বানানোর বিষয়টি জেনে অবাক হন সেলিনা হোসেনও। প্রখ্যাত এই ঔপন্যাসিক বলেন, ‘তরুণ প্রজন্ম গেমটি থেকে আরও বেশি মুক্তিযুদ্ধে তরুণদের অবদান নিয়ে জানতে পারবে, উৎসাহী হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে তরুণদের পুঁথিগত বিদ্যার থেকে প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী শক্তি আরও বেশি কাজে লাগিয়ে দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে প্রতিনিধিত্ব করতে হবে! স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ!’

হঠাৎ বুধা চরিত্র নিয়ে গেম তৈরির আগ্রহ কেন তৈরি হলো—জানতে চাইলে মাহমুদুল বলে, ‘মুক্তিযোদ্ধাদের সহযোগিতা থেকে শুরু করে রাজাকারদের বাড়ি পুড়িয়ে দেওয়াসহ পুরো উপন্যাসই যেন ১৯৭১ সালের অনুভূতি দেয়। ইচ্ছা করত, ইশ্‌! আমিও যদি ওই সময় জন্মগ্রহণ করতাম, তাহলে বুধার মতো আমিও মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারতাম! এসব ভাবনা থেকেই গেম তৈরির বিষয়টি মাথায় আসে।’

মাহমুদুল আরও বলে, ‘বুধা অসংখ্য শিক্ষার্থীর কাছে পছন্দের চরিত্র। এ চরিত্রকে গেমে রূপান্তর করতে পারা আমার জীবনের 
সবচেয়ে বড় অর্জন। গেমটি কয়েকটি প্রজন্মের কিশোর-কিশোরীদের নস্টালজিক করে তুলবে। গেমে থাকা দেশি চরিত্র, দৃশ্য, বালুর বস্তা, খেত, শত্রু ট্যাংক ইত্যাদি নিয়ে যাবে একাত্তরের সময়ে! অনুভূতি দেবে বুধার মতো যুদ্ধ করার!’

এ পর্যন্ত জাতীয় আইসিটি ডিভিশন আয়োজিত ইনোভেটিভ মোবাইল গেমস পুরস্কারসহ কয়েকটি আন্তর্জাতিক ইনডাই গেমস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মাহমুদুলের এই গেম। সবার ইতিবাচক সাড়াসহ ভালোবাসা কুড়াচ্ছে গেমটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত