Ajker Patrika

জাককানইবির নৃ-তার্কিক সংঘ

মো. আশিকুর রহমান
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১৬
জাককানইবির নৃ-তার্কিক সংঘ

শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি ও যুক্তিচর্চায় সক্রিয় রাখতে ২০১৭ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে নৃ-তার্কিক সংঘ। ‘দ্বন্দ্ব সূত্রে সত্য ভেদ’ স্লোগান সামনে রেখে তৈরি এই প্ল্যাটফর্ম বিশ্ববিদ্যালয়টির বিভাগভিত্তিক প্রথম বিতর্ক সংগঠন। নৃবিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান কে এম মাহমুদ হকের পরিকল্পনা এবং বিভাগের পৃষ্ঠপোষকতায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেছিল সংগঠনটি।

ইতিমধ্যে বিতর্কচর্চায় ভিন্নতা ও স্বকীয়তার স্বাক্ষর রেখে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে চলেছে নৃ-তার্কিক সংঘ। নিয়মিত বিতর্ক কর্মশালা, পাঠচক্র, বক্তৃতা প্রতিযোগিতা, বুক রিভিউ, উচ্চারণ প্রতিযোগিতা ও বারোয়ারি বিতর্ক সভা আয়োজনের পাশাপাশি অন্তর্বিভাগ এবং বিশ্ববিদ্যালয় পরিসরে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে চলেছে সংগঠনটি। শুধু তা-ই নয়, শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তুলতে ইংরেজি ভাষায় বিতর্ক আয়োজনের পাশাপাশি শোনা, পড়া ও উচ্চারণ টেস্টের আয়োজন করা হয়।

বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ও জাতীয় পরিসরে আয়োজিত বিতর্ক উৎসব ও প্রতিযোগিতাগুলোতেও সাফল্যের স্বাক্ষর রেখেছে সংগঠনটি। 
নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কে এম মাহমুদুল হক বলেন, ‘নৃবিজ্ঞান ও জ্ঞানকাণ্ডের যে চর্চা, তার মধ্যে মূলত আমরা যুক্তির চর্চা করি। যৌক্তিকভাবে প্রতিটি বিষয়ের এপিঠ-ওপিঠ বা সামগ্রিকতাকে তুলে ধরার চেষ্টা করি, যা আমাদের শিক্ষার্থীদের চিন্তাকে আরও শাণিত করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত