Ajker Patrika

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হবে বেরোবি: উপাচার্য

শিক্ষা ডেস্ক
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে সমাপনী দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে সমাপনী দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেছেন, শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে।

রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন সকালে বেলুন উড়িয়ে সমাপনী দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিশ্ববিদ্যালয়টির উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের দেড়যুগ পূর্তি এবং আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস–২০২৪ উদযাপন করা হয়।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের দেড়যুগ পূর্তি ও আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের র‍্যালিতে অংশ নিয়েছেন  বিশ্ববিদ্যালয়টির শিক্ষক–শিক্ষার্থীরা।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের দেড়যুগ পূর্তি ও আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের র‍্যালিতে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক–শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বেরোবি উপাচার্য বলেন, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ও বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ প্রতিষ্ঠার তারিখ ১০ নভেম্বর। এটি একইসঙ্গে বিরল ও সৌভাগ্যের ঘটনা।

তিনি আরও বলেন, এই বিভাগের শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে যে দৃঢ় বন্ধন, তা সকল বিভাগের জন্য অনুকরণীয়। এ ধরনের জিরো ডিসটেন্স ও বন্ধন বর্তমান বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. এমদাদুল হক, রেজিস্ট্রার ড. হারুন–অর রশিদসহ এআইএস বিভাগের সকল শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত