Ajker Patrika

আরও ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৫৬
আরও ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

বাংলাদেশ কৃষি, ইসলামি আরবি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন এসব নিয়োগ দিয়েছেন বলে জানানো হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব নিয়োগের মেয়াদ হবে চার বছর, উপাচার্যেরা বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন, তবে তাঁরা বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দায়িত্ব থেকে ইস্তফা দেন দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষসহ পদধারীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপাচার্যসহ অন্যান্য পদে নিয়োগ দেওয়া শুরু করে। ইতিমধ্যেই ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ অন্যান্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত