Ajker Patrika

ইউআইইউতে সংবিধান ও শাসন কাঠামোর বিষয়ে প্রবন্ধ উপস্থাপন 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৭: ৫২
ইউআইইউতে সংবিধান ও শাসন কাঠামোর বিষয়ে প্রবন্ধ উপস্থাপন 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪ ’-এর অংশ হিসেবে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান হয়েছে। গতকাল ইউআইইউ ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের সাবেক নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভাপতিত্ব করেন ইউআইইউয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর হামিদুল হক।

মোহাম্মদ মুসলিম চৌধুরীর বক্তৃতা বাংলাদেশের সংবিধান ও এর শাসন কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে অন্তর্দৃষ্টিপূর্ণ বিশ্লেষণ প্রদান করে। তাঁর উপস্থাপনায় সংবিধান ও এর মৌলিক ধারণা, বাংলাদেশের সংবিধানের ঐতিহাসিক পটভূমি, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাসহ সংবিধানের মৌলিক নীতিগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। তিনি হাইলাইট করেন, এই নীতিগুলি কীভাবে শাসন কাঠামোকে নির্দেশ করে ও আইনের শাসন বজায় রাখতে এবং সরকারি জবাবদিহি নিশ্চিত করতে অবিচ্ছেদ্য হিসেবে কাজ করে।

প্রবন্ধে মোহাম্মদ মুসলিম চৌধুরী কার্যনির্বাহী, আইন প্রণয়ন ও বিচার বিভাগীয় শাখাগুলোর মধ্যে ক্ষমতার পৃথক্‌করণের ওপর একটি উল্লেখযোগ্য ফোকাস করেছেন। এছাড়াও তিনি ক্ষমতার কেন্দ্রীভূতকরণ রোধে এবং নাগরিকদের চাহিদার প্রতি প্রতিক্রিয়াশীল একটি সুষম শাসন কাঠামো নিশ্চিত করার জন্য এই বিচ্ছিন্নতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

মোহাম্মদ মুসলিম চৌধুরী শাসন ব্যবস্থার সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্কারের প্রধান মাইলফলক এবং সুশাসন সম্পর্কিত উদীয়মান সমস্যাগুলো মোকাবিলার জন্য ক্রমাগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ছাড়া তিনি গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করতে এবং সাংবিধানিক ম্যান্ডেট সমুন্নত রাখতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর পক্ষে কথা বলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত