Ajker Patrika

ইবির নতুন রেজিস্ট্রার ড. মনজুরুল হক

ইবি প্রতিনিধি 
অধ্যাপক ড. মনজুরুল হক। ছবি: সংগৃহীত
অধ্যাপক ড. মনজুরুল হক। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।  

অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. মনজুরুল হককে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

দায়িত্ব গ্রহণ করে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে কাজ করব। আমার ২৬ বছরের শিক্ষকতা জীবনে কখনো পদ-পদবি নিয়ে ভাবিনি। সারা জীবন আমার মূল ভালোবাসা ছিল আমার ক্লাস রুম। আমি আপ্রাণ চেষ্টা করব সৎ-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার।’

এর আগে গত মঙ্গলবার প্রশাসনিক পদে নিজেদের পছন্দের লোক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয়ে দফায় দফায় কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষকদের মাঝে হট্টগোল হয়। হট্টগোলের সময় সাংবাদিকেরা প্রবেশ করতে গেলে আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে বাধা দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত